রুয়েলের তাণ্ডবে ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রাম

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ১০৬/১০ (৩৫.১ ওভার)
(ইরফান ২১, তাসামুল ২১; রুয়েল ৮/২৬)
সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ২৩০/১০ (৬৫ ওভার)

(অমিত ৫৫, কাপালি ৪১, ফেরদৌস ৩৯*; ইরফান ৬/৯৫)
চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১৩১/৬ (৪২.২ ওভার)
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৬ রানে অল আউট হয়ে যায় চট্টগ্রাম বিভাগ। জবাবে ২৩০ করে গুটিয়ে যায় সিলেটের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেও বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম।
রুয়েলের তাণ্ডব অব্যাহতঃ
দারুণ খেলতে থাকা চট্টগ্রামের ওপেনার সাদিকুর রান আউটের শিকার হয়েছেন ব্যক্তিগত ৬২ রানে। এই রান আউটেও অবদান আছে রুয়েলের। এরপর ১০ রান করা সাজেদুল হককে নিজের তৃতীয় শিকার বানিয়েছেন সিলেটের এই পেসার। ৪ রান করা মোনেম খানকেও সাজঘরে ফিরিয়েছেন তিনি।
ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামঃ
১২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় দিন তাঁরা শুরুতেই হারায় ওপেনার পিনাক ঘোষের উইকেট। তিনি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ইমরান আলীর বলে শাহনাজ আহমেদকে ক্যাচ দিয়ে।
এরপর আলভি আহমেদকে শূন্য রানে এলবি ডব্লিউ করে ফিরিয়েছেন প্রথম ইনিংসে একাই ৮ উইকেট শিকার করা রুয়েল মিয়া। টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের বিদায়ের পর ওপেনার সাদিকুর রহমান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান তাসামুল হকের ব্যাটে বিপর্যয় এড়ানোর চেষ্টা করে চট্টগ্রাম।
তবে তাসামুল ৬ রান করে রুয়েলের দ্বিতীয় শিকার হলে এই জুটি ভাঙে। এরপর ওপেনার সাদিকুরকে সঙ্গ দিতে এসেছেন চট্টগ্রাম অধিনায়ক ইরফান শুক্কুর।