promotional_ad

সৌম্য-মুশফিকে স্বপ্ন দেখছে বাংলাদেশ

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে নাগালেই রেখেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান। জবাবে ব্যাটিং করছে বাংলাদেশ।


সৌম্য-মুশফিকে স্বপ্ন দেখছে বাংলাদেশঃ


নাঈম ফেরার পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান বাড়াতে থাকেন সৌম্য। দেখেশুনে খেলতে থাকেন দুজন।


আশা জাগিয়ে ফিরলেন নাঈমঃ


লিটন ফেরার পর সৌম্য সরকারের সঙ্গে ইনিংস মেরামতের কাজ চালিয়ে যান অভিষিক্ত মোহাম্মদ নাঈম। কিন্তু ব্যক্তিগত ২৬ রানে যুবেন্দ্র চাহালের শিকার হয়ে ফিরে যান তিনিও। ২৮ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা।


প্রথম ওভারেই ফিরলেন লিটনঃ


মাঝারি রান তাড়া করতে গিয়ে প্রথম ওভারেই ফিরে যান বাংলাদেশের ওপেনার লিটন দাস (৭)। দীপক চাহারের বলে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।



promotional_ad

সংক্ষিপ্ত স্কোরঃ


ভারতঃ ১৪৮/৬ (২০ ওভার) (ধাওয়ান ৪১, আইয়ার ২২, পান্ত ২৭, শফিউল ২/৩৬, বিপ্লব ২/২২)


বাংলাদেশঃ ৯৪/২ (১৪ ওভার)
(সৌম্য ৩৪*, মুশফিক ২৫*)


প্রথম ইনিংসের বিবরণঃ


দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। তাঁরা দলীয় ১০ রানের ওপেনার রোহিত শর্মার উইকেট হারায়।


বাংলাদেশের পেসার শফিউল ইসলামের করা ইনিংসের প্রথম বলে চার মেরে রানের খাতা খোলেন রোহিত। ওভারের শেষ বলে রোহিতকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেন এই পেসার।


এরপর ভারতের ইনিংস গড়ার চেষ্টা করেন শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। শফিউল, আল আমিন এবং মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে হাতখুলে খেলতে পারেনি দলটি।


ধাওয়ান এবং রাহুল যোগ করেন ২৬ রান। পাওয়ার প্লের পরেই লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে বোলিংয়ে আনেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সফলও হয়েছেন।



নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ১৫ রান করা রাহুলকে অধিনায়কের ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। এরপর একাদশ তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসা বিপ্লবের উপর চড়াও হয়ে খেলার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার।


ওভারের দ্বিতীয় বলেই উড়িয়ে মারতে গিয়ে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ২২ রান। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা শিখর ধাওয়ান ৪১ রান করে রান আউট হয়ে ফিরেছেন।


মাহমুদউল্লাহ রিয়াদের করা ১৫তম ওভারের পঞ্চম বলটি লেগ সাইডে ঠেলে দিয়ে দুইরানের জন্য দৌড় দিয়েছিলেন তিনি। তবে দুই রান পূরণের আগেই মাহমুদউল্লাহর থ্রোর পর ব্যাটিং স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে দেন মুশফিক।


আর তাতেই রান আউট হয়ে যান ধাওয়ান। ভারতের হয়ে অভিষিক্ত ব্যাটসম্যান শিভব দুবেকে নিজের বলেই দুর্দান্ত ফিরতি ক্যাচে ফিরিয়েছেন আফিফ হোসেন। অভিষেক ম্যাচে দাবের ব্যাট থেকে এসেছে ৪ বলে ১ রান।


দারুণ খেলতে থাকা পান্তকে নাঈম শেখের ক্যাচ বানিয়ে আউট করেছেন শফিউল ইসলাম। তিনটি চারে ২৭ রান করে আউট হয়েছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


এরপর ক্রুনাল পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর মিলে ভারিতকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ক্রুনাল ১৫ এবং সুন্দর ১৪ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। 
 
বাংলাদেশ একাদশ- লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম। 


ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, দীপক চাহার ও খলিল আহমেদ।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball