অভিযুক্ত নারিন

ছবি:

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন ক্যারিবিয়ান স্পিন জাদুকর সুনীল নারিন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার লাহোর কালান্দার্সের বিপক্ষে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ শেষে কর্তব্যরত ম্যাচ রেফারী নারিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ তোলেন।
এবারের পিএসসএলে নারিন লাহোরে কালান্দার্সের হয়ে খেলছেন। এদিকে, নারিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে তার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।

নারিনের অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ক্যারিবিয়ান স্পিনার সর্ব প্রথম ২০১৪ সালের চ্যাম্পিয়ন লিগ টি২০ এর ফাইনালের আগে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন।
ফলে খেলতে পারেননি ফাইনাল ম্যাচ। এরপর ২০১৫ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন নারিন। ২০১৬ সালের এপ্রিলে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে ফেরার অনুমতি পান তিনি।
তবে, আইপিএলের মাত্র ২ ঘন্টা আগে নারিন বোলিংয়ের অনুমতি পেলে সেবার সবচেয়ে খুশি হয়েছিল তার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। দলটির হয়ে প্রথম ম্যাচেই সেবার মাঠে নামতে পেরেছিলেন এই ক্যারিবিয়ান স্পিনার।