promotional_ad

বোলারদের দিকে তাকিয়ে ওয়ালশ

promotional_ad

বাংলাদেশি বোলারদের মধ্যে নিদাহাস ট্রফিতে সবচেয়ে ছন্দে আছেন টাইগার পেসার রুবেল হোসেন। তিনি ৮.২২ গড়ে তিন ম্যাচে দখল করেছেন ৪ উইকেট। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত এক ইয়র্কারে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে বোল্ড করেছেন।


পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করে দলের প্রধাণ কোচ কোর্টনি ওয়ালশের প্রশংসা কুড়িয়েছেন এই পেসার। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ওয়ালশ জানিয়েছেন অন্য বোলাররাও যদি রুবেলের সাথে ছন্দ মিলিয়ে বল করতে পারে তবে তা বাংলাদেশ দলের জন্য দারুণ হবে।


চলতি ত্রিদেশীয় সিরিজে টাইগার বোলারদের বাজে পারফরমেন্সের কথা স্বীকার করে নিয়েছেন ওয়ালশ। তবে আগামী ম্যাচে দল হিসেবে সবাই ভালো করলে তা দলের জন্য প্লাস পয়েন্ট হবে বলে মনে করেন তিনি।



promotional_ad

এই প্রসঙ্গে ওয়ালশ বলেন, "রুবেল খুবই সামঞ্জস্যপূর্ণ ছিল। যদি অন্য ছেলেরাও এগিয়ে আসে তবে এটা আমাদের জন্য ভালো হবে। এটি মিথ্যা হবে যদি বলি আমরা ভালো বল করেছি। আমরা ঠিক ভাবেই বল করেছি, কিন্তু আমরা সবসময় যেভাবে করি সেভাবে না। উন্নতি আসবে কিন্তু এতো তাড়াতাড়ি না যেটা আমরা চাই। যদি এটা আমরা সবাই মিলে করতে পারি তবে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে শুক্রবারের ম্যাচের জন্য।"


শুধু পেসাররাই নয় চলতি সিরিজে স্পিনাররাও হতাশ করেছেন। ওয়ালশ মনে করেন শুক্রবারের ম্যাচে যদি স্পিনাররা ছন্দ ধরে রাখতে পারেন তবে টাইগারদের ভালো সুযোগ থাকবে। তাছাড়া, মুস্তাফিজুর রহমান আগামী ম্যাচেই ছন্দে ফিরিবেন বলে বিশ্বাস এই টাইগার কোচের।


ওয়ালশের ভাষ্যমতে, "স্পিনাররাও যেভাবে করা উচিত সেভাবে বল করতে পারেনি। তারা যদি ছন্দ ধরে রাখতে পারে তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে। মুস্তাফিজুর রহমানের মতো একজন আমাদের ভালো খেলা উপহার দিতে পারে। আমি আশা করছি আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচে সে ভালো করবে। আমি জানি সে পারবে। সে পাকিস্তান সুপার লিগে দারুণ কিছু ম্যাচ খেলেছে, এখন শুধু সেটা এখানে নিয়ে আসতে হবে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball