promotional_ad

'চিকিৎসকের পরামর্শ মেনেই শ্রীলঙ্কায় সাকিব'

promotional_ad

অস্ট্রেলিয়া থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেই ব্যাটে-বলে নিজেকে ফিরে পাওয়ার মিশনে নামেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। জিমে ফিটনেস অনুশীলনের পর। ব্যাটিং-বোলিংয়েও সময় দিয়েছেন।


নিদাহাস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামতে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। তবে টিম ম্যানেজম্যান্টের বরাতে জানা গেছে, ম্যাচ খেলার মতো ফিট থাকলেই কেবল সাকিবকে খেলানো হবে।


তবে শ্রীলঙ্কার বিপক্ষেই সাকিব মাঠে নামছেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। অবশ্য  তিনিও জানালেন পরিস্থিতি বুঝেই তাকে খেলানো হবে।


এই প্রসঙ্গে বিসিবি সিইও বলেন, 'আমরা আশা করছি সাকিব জাতীয় দলের সঙ্গে পরের ম্যাচেই অংশগ্রহণ করতে পারবে। পুরো দল আশা করছে, অনুরোধটা বোর্ড থেকেই এসেছে। আমরা সবদিক বিবেচনা করেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছি তাকে পাঠানোর। এখন পরিস্থিতিই বলে দেবে কতটুকু সে খেলতে পারবে।'



promotional_ad

গত ৬ মার্চ দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কা গিয়েছিলেন সাকিব। দুইদিন দলকে সঙ্গ দেয়ার পর বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে ৮ মার্চ শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়ার উড়ে যান এই অলরাউন্ডার। শ্রীলঙ্কায় দলের সঙ্গে সাকিবের যোগ দেয়া পরিকল্পনার অংশ ছিল বলেও জানান নিজাউদ্দিন সুজন।



সুজনের ভাষ্যমতে, 'প্রাথমিক পর্যায়ে কলোম্বোতে থাকা আমাদের পরিকল্পনার একটা অংশ ছিল। যেহেতু সে টি-টুয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করছিল এর আগে, জাতীয় দলের সঙ্গে ছিল। চিকিৎসকের একটা পরামর্শের দরকার ছিল তাই সেখান থেকে তাকে আমরা অস্ট্রেলিয়া পাঠাই। তবে আমি আশাবাদী পরের ম্যাচেই সে খেলতে পারবে।'


অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা নিয়ে সাকিব দেশে ফিরেছেন গত রোববার। তারপরই বিসিবির প্রধাণ চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছিলেন সাকিবের ফিটনেস ফিরে পেতে আরও ৭-১০ দিন সময় লাগবে। আর ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও বেশি সময় লাগতে পারে।



তবে বিসিবি সিইও নিজামউদ্দিন জানিয়েছেন অস্ট্রেলিয়ান চিকিৎসকের পরামর্শ মেনেই সাকিবকে শ্রীলঙ্কায় খেলার জন্য পাঠানো হচ্ছে। তাছাড়া অস্ট্রেলিয়ান ডাক্তারের সাথে বিসিবির মেডিক্যাল টিমের সার্বক্ষনিক যোগাযোগ আছে বলেও নিশ্চিত করেছেন তিনি।


সুজন বলেছেন, 'আমরা তার জন্য যে অস্ট্রেলিয়ান ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম। তার সঙ্গে যোগাযোগ আছে আমাদের মেডিক্যাল টিমের। সে ঠিক আছে, খেলতে পারবে, এ ধরনের একটা পরামর্শ আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball