promotional_ad

তারপরও ১০-১৫ রানের আক্ষেপ রোহিতের

promotional_ad

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের মন্থর পিচে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। ধীরে শুরু করার পর শেষ দিকে ঝড় তুলে পুষিয়ে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। 


ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ঝড়ো ৮৯ রানে ৩ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। ফলে টাইগারদের ১৭ রানে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে ভারত।


কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচের ভাষা ঠিক আগের ম্যাচের মতো নয়। কিছুটা মন্থর হয়ে আসা উইকেটে রান বের করতে হাঁসফাঁস করছিলেন রোহিত শর্মার মতো ব্যাটসম্যানও। ম্যাচ সেরা রোহিত শর্মা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেতার পরও ১০-১৫ রান কম হওয়ার আক্ষেপ করেছেন।



promotional_ad

বাংলাদেশের বোলারদেরও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। ডেথ ওভারে টাইগার বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বলে মত রোহিতের। তাছাড়া, স্পিনারদের জন্য নতুন বলে বল করা সহজ ছিল না বলেও জানিয়েছেন তিনি।


রোহিতের ভাষ্যমতে, "'আমি টসের সময় বলেছিলাম যে আমার জন্য ফর্মে ফেরা বেশ গুরুত্বপূর্ণ। যদিও আমার মনে হয়েছিলো আমরা ১০-১৫ রান কম করেছি, তবে তারা ডেথ ওভারে দারুণ বোলিং করেছে। যাই হোক ওয়াশিংটনের স্পেলটি অনেকটাই ম্যাজিকাল ছিলো। একজন স্পিনারের জন্য নতুন বলে বোলিং করা এত সহজ নয়, সুতরাং তাঁকে টুপি খোলা অভিনন্দন জানাই।'"


স্পিনাররা ছাড়াও অন্য বোলাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে বলে মনে করেন তিনি। তাছাড়া, পিচ আগের ম্যাচগুলোর মতো আচরণ করেনি বলেও জানিয়েছেন তিনি। তবে, এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলা রায়না, ফাইনাল ম্যাচেও তার ফর্ম ধরে রাখবেন বলে আশাবাদী ভারতীয় অধিনায়ক।



এই প্রসঙ্গে রোহিত বলেন, "বাকি বোলাররা তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছে। পিচ সাধারণত যেমনটা থাকে তেমন ছিলো না এবং বল গ্রিপ করছিলো। বল উপরে মারা খুব একটা সহজ ছিলো না, সুতরাং আমি ক্রিজে গিয়ে কিছু সময় নিয়েছিলাম সেট হওয়ার জন্য। আমি জানতাম নতুন ব্যাটসম্যানদের জন্য এটি কঠিন হবে। রায়নাও দুর্দান্ত ফর্মে আছে, ফাইনালেও সে ভালো করবে আশা করি।"


স্পিনার ওয়াশিংটস সুন্দরের সাহসী বোলিংয়ের প্রশংসা করে রোহিত বলেছেন, "ওয়াশিংটনও যথেষ্ট সাহসী ছিলো বোলিং করার ক্ষেত্রে, বল ফ্লাইট করাতে সে ভীত ছিলো না এবং নিজের পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সে অনেক চালাক। এটি আমাকে আশ্বস্ত করেছিলো। সে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো বোলিং করেছিলো।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball