জোহেব খানের অলরাউন্ড নৈপূণ্যে দোলেশ্বরের জয়

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। অগ্রণী ব্যাংকের দেয়া ২০৪ রানের লক্ষ্য তারা ২২ বল হাতে রেখেই পেরিয়ে যায়।
ছোটো লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি দোলেশ্বরের। তারা দলীয় ৪০ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় তারপর, মার্শাল আইয়ুবের ৪২, ফরহাদ হোসেনের ৪৯ ও জোহেব খানের ৪১ রানে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায়।
শেষদিকে, শাহানুর রহমান ১০ ও অধিনায়ক ফরহাদ রেজা ২ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অগ্রণী ব্যাংকের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
আর ১ টি করে উইকেট দখল করেছেন জাহিদ জাভেদ ও ইসলামুল আহসান। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেম শুরুটা ভালো হয়নি অগ্রণী ব্যাংকের। তারা দলীয় ৯ রানেই ওপেনার শাহরিয়ার নাফিসের উইকেট হারিয়েছে।

নাফিস মাত্র ৪ রান করে শরিফুল্লাহর বলে উইকেটরক্ষক আবু সায়েমের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর ৪০ রানের জুটি গড়েন ওপেনার আজমির আহমেদ ও ওয়ানডাউন ব্যাটসম্যান সালমান হোসেন।
আজমির ৩০ রান করে জোহেব খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পরে অগ্রণী ব্যাংক।তবে শামসুল ইসলাম এবং ইসলামুল এহসানের দুর্দান্ত এক জুটিতে লড়াইয়ের পুঁজি পায় তারা।
মূলত শামসুল ইসলামের ৬৪* (১০০ বলে দুটি চার আর একটি ছক্কায়) এবং ইসলামুলের ৪৬ (৬৯ বলে দুটি চার এবং একটি ছক্কায়) রানের কল্যাণে শেষদিকে বোর্ডে কিছুটা রান তুলতে পারে অগ্রণী ব্যাংক। দোলেশ্বরের বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন জোহেব খান ও শরিফুল্লাহ। ১ টি উইকেট দখল করেছেন মামুন হোসাইন।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব একাদশঃ- আযমির আহমেদ, শাহরিয়ার নাফিস (অধিনায়ক), সালমান হোসেন, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), রিশি ধাওয়ান, জাহিদ জাভেদ, শামসুল আলম, ইস্লামুল এহসান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব একাদশঃ- ইমতিয়াজ হোসেন, আবু সায়েম (উইকেটরক্ষক), ফাজলে মাহমুদ, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, শরিফুল্লাহ, জোহেব খান, ফরহাদ রেজা, শাহানুর রহমান, আরাফাত সানি, মামুন হোসেন।