নাহিদুলের দুর্দান্ত অর্ধশতকে প্রাইম ব্যাংকের দাপুটে জয়

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে প্রাইম ব্যংক ক্রিকেট ক্লাব। শাইনপুকুরের দেয়া ২৫২ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় প্রাইম ব্যাংক।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে ওপেনার মেহরাব হোসেন জুনিয়রের উইকেট হারায় তারা। মেহরাব ১৭ রান করে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তারপর, দলীয় ৬৩ রানে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানের উইকেট হারায় প্রাইম ব্যাংক।
জাকির মাত্র ৪ রান করে নাঈম ইসলামের বলে আব্দুল গাফফারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তারপর আল আমিনকে নিয়ে দারুন এক জুটি গড়েন একপ্রান্ত আগলে রাখা ওপেনার মেহেদী মারুফ। এই মারকুটে ব্যাটসম্যান ৪১ রান করে নাঈম ইসলামের দ্বিতীয় শিকার হয়েছেন।
আল আমিন ৩৫ রান করে কট এন্ড বোল্ড আউট হয়েছেন রাইহান উদ্দিনের বলে। ভারতীয় তারকা ব্যাটসম্যান ইউসুফ পাঠানও ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি ৩২ রান করে রাইহান উদ্দিনের বলে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

বাকি সময়টা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন নাহিদুল ইসলাম ও দেলওয়ার হোসেন। নাহিদ ব্যাট হাতে ৭৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আর তার সঙ্গী দেলওয়ার ২৪ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।
এর আগে, ৪৯.৫ ওভারে সবকয়টি উইকেটের বিনিময়ে ২৫১ রান সংগ্রহ করে শাইনপুকুর। শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তারা দলীয় ৩৬ রানেই দুই উইকেট হারায়। এরপরে হাল ধরেন দলের ভারতীয় রিক্রুট উদয় কোল।
তবে দলীয় ১০২ রানে ফিরে যান এক প্রান্ত আগলে রাখা ওপেনার সাদমান ইসলাম (৪৪)। এরপরে উদয়ের সঙ্গে জুটি গড়তে চান তৌহিদ হৃদয়। তবে দলীয় ১৩০ রানে ব্যক্তিগত ৫২ রানে উদয় ফিরে গেলে আবারো চাপে পরে শাইনপুকুর। সেখান থেকে দলকে টেনে তুলতে চেষ্টা করেন আফিফ হোসেন।
তবে হৃদয় ৩৯ এবং আফিফ ২৪ রানে আউট হলে লেজের দিকের ব্যাটসম্যানদের সহায়তায় শেষমেশ ২৫১ রান সংগ্রহ করে শাইনপুকুর। প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং মনির হোসেন। দুটি উইকেট লাভ করেন এনামুল হক।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ- সাদমান ইসলাম, সাব্বির হোসেন, মোহাম্মদ সজিব হোসেন, উদয় কোল, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শুভাগত হোম, আব্দুল গাফফার, রায়হান উদ্দিন, নাইম ইসলাম জুনিয়র, মোহাম্মদ সাইফুদ্দিন।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব একাদশঃ- মেহেদী মারুফ, মেহরাব হোসেন জুনিয়র, জাকির হাসান, আল আমিন, সাজ্জাদুল হক, নাহিদুল ইসলাম, ইউসুফ পাঠান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, শরিফুল ইসলাম, এনামুল হক জুনিয়র।