অধিনায়কত্ব উপভোগ করছেন মাহমুদুল্লাহ

ছবি:

অনেকবারই সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মাহমুদুল্লাহ জানিয়েছিলেন, জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার স্বপ্নের কথা। তবে যখনই এই আরাধ্য জগতে পা রাখলেন দুঃস্বপ্ন পেয়ে বসলো তাকে। কিছুতেই যেন সাফল্য পাচ্ছে না দল।
মূল অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরিতেই নেতৃত্বভার কাঁধে নেন মাহমুদুল্লাহ। দলের সেরা ক্রিকেটার ও অধিনায়ক সাকিবকে হারিয়ে ভেঙ্গে পড়া দলকে আবারও দাঁড় করানোর জন্য সব রকমের চেষ্টাই করেছেন তিনি।
অবশেষে পেরেছেন। নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। অধিনায়ক মাহমুদুল্লাহর মুখেও ফুটেছে হাসি। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিজের অনুভূতির কথা জানিয়ে মাহমুদুল্লাহ বলেছেন,

“ভালো লাগা আছে। স্বস্তি আছে। চাপটা একটু কম মনে হচ্ছে। সত্যিই ভালো একটা অনুভূতি কাজ করছে। একা জয় দরকার ছিল। অধিনায়ক হিসেবে প্রথম জয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ। তার চেয়েও জয়টা বেশি দরকার ছিল দলের জন্য।”
অনুপ্রেরণাদায়ী অধিনায়ক হিসেবে ঘরোয়া ক্রিকেটে বেশ সুনাম রয়েছে মাহমুদুল্লাহর। জাতীয় দলের হয়েও সেই কাজটা ঠিক ভাবে করতে চান তিনি। একটি জয়ের পর সেই কাজটি সহজ হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
মাহমুদুল্লাহর ভাষ্যমতে, “আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, অধিনায়ক হিসেবে দলকে অনুপ্রাণিত করতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয়ের পর সেই কাজটা সহজ হয়। আমরা হয়ত কিছুটা হলেও খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। অনেকেই অনেক কথা বলতে শুরু করেছিল। অনেকের সংশয় ছিল। সেটা সরানো দরকার ছিল।”
হারান আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পর টাইগার অধিনায়ক সেটা কাজে লাগাতে চান পরবর্তী ম্যাচগুলোতে, “আমি মনে করি, এটা নিয়ে বসে থাকলে চলবে না। এখান থেকে সামনে এগোনোর বিষয়। ভালো খেলতে হবে অবশ্যই। আমাদের প্রয়োজন ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়া। সেটি আমরা পেয়েছি। এবার তা কাজে লাগাতে হবে। নইলে আগের জয়েরও মূল্য থাকবে না। বিশ্বাস আছে, আমরা পারব।”