তারপরও বোলারদের উপর ভরসা রাখছেন মাহমুদুল্লাহ

ছবি:

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ের পরও বাংলাদেশ দলের ভাবনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বোলারদের বাজে পারফরমেন্স। দুই ম্যাচেই বল হতাশা উপহার দিয়েছেন টাইগার বোলাররা।
বিশেষ করে, পেসাররা ভীষণ হতাশ করেছেন লঙ্কনাদের বিপক্ষে জেতা ম্যাচেও। তবে সিরিজে মাঝ পথে বোলারদের বাজে পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাননা বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে বোলারদের পারফরমেন্স লঙ্কানদের বিপক্ষে অনুপ্রেরণা নিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই ধারাবাহিকতা আগামীকালকের ম্যাচে ধরে রাখতে পারলে ভাল কিছুর সম্ভাবনা দেখছেন মাহমুদুল্লাহ।

এই প্রসঙ্গে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানিয়েছেন, , ‘এখনই বোলারদের নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। (ভারতের বিপক্ষে) প্রথম ম্যাচে তারা ভালো বোলিং করেছে, যেটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।'
লঙ্কানদের বিপক্ষে বোলাররা নিজেদের দক্ষতা কাজে লাগাতে না পারায় রান বেশি হয়ে গেছে বলে মনে করেন মাহমুদুল্লাহ। এমন উইকেটে বোলাররা যত রান কম দিবে ,ব্যাটসম্যানদের জন্য কাজটা তত সহজ হবে বলে বিশ্বাস টাইগার অধিনায়কের।
মাহমুদুল্লাহর মতে, 'পরের ম্যাচে ঠিক সময়ে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারেনি বলে হয়তো রানটা বেশি হয়েছে। এ ধরনের উইকেটে যত কম রান দেবেন, ব্যাটসম্যানদের জন্য তত সহজ হবে। এটা নিয়ে কিছুটা চিন্তার বিষয় আছে, কোন পরিস্থিতিতে কতটা কম রান দেওয়া যায়।’