promotional_ad

তারপরও নিজেদের বিশ্বসেরা ভাবতে নারাজ তামিম

promotional_ad

লঙ্কানদের বিপক্ষে ২১৪ রান তাড়া করে জয়ের পর নিজেদের বিশ্বসেরা দল মনে করতে নারাজ বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। এই জয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে একটি আত্মবিশ্বাস দিবে বলে বিশ্বাস এই তারকা ক্রিকেটারের।


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন টি২০ ক্রিকেটে বাংলাদেশ দলের অনেক কিছু করা সম্ভব। তাছাড়া, এই জয়ের ফলে যে সবকিছু বুঝে গেছেন তাও ভাবতে নারাজ তামিম।


এই প্রসঙ্গে তামিম বলেছেন , "আমি ওই ব্যাপারে বিশ্বাসী না যে আমরা আজ জিতেই যে আমরা সব কিছু বুঝে গেছি। আমি এটুকু বলতে পারি আজকে জিতার কারণে ছেলেদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসছে যে, আমরা দুইশ রানও চেজ করতে পারি। এই জেতার কারণে যে আমরা পৃথিবীর সেরা দল হয়ে গেছি তা নয়। এটা এমন একটা ফরম্যাট যেখানে আমরা অনেক কিছু করতে পারি।"



promotional_ad

নিদাহাস ট্রফির অভিজ্ঞতা বাংলাদেশ দলের অনেক কাজে লাগবে বলে বিশ্বাস তামিম ইকবালের। এই জয়টি অনেক দরকার ছিল বলেও ধারণা এই দেশসেরা ওপেনারের। পরবর্তী ম্যাচের আগে যে ৩ দিন আছে এর মধ্যে ভালো বোলিংয়ের পরিকল্পনা করতে চান তারা।


চলতি ত্রিদেশীয় টি২০ সিরিজের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। এখানের আউটফিল্ড মনে ধরেছে তামিমের। এখানে সহজ ক্রিকেট খেললেই সব ঠিক হয়ে যাবে বলে মনে করেন তামিম।


তামিমের ভাষ্যমতে, "আশা করি এই ইভেন্ট আমাদের অনেক কাজে দিবে। আমাদের এই একটা জয়ের খুব দরকার ছিলো। আমরা যদি না জিততে পারতাম অনেক পিছিয়ে যেতাম। এখন আমরা তিন দিন সময় পেলাম। এসময় আমরা প্ল্যানিং করবো কিভাবে বোলিং টা ভাল করতে পারি। এখানে আউট ফিল্ড অনেক ভাল। সহজ ক্রিকেট খেললেই মনে হয় সব কিছু ঠিক হবে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball