মুশফিকের জবাব

ছবি:

লঙ্কানদের বিপক্ষে ৭২ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার ব্যাটে চড়েই প্রথম বারের মতো ২শত রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ দল। অনেকেই মুশফিককে টি২০ ক্রিকেটের অযোগ্য ব্যাটসম্যান মনে করতেন।
এই ম্যাচে মুশফিক তার জবাব দিয়েছেন বলে মনে করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এই ওপেনার জানিয়েছেন, বাংলাদেশ দল খারাপ খেলা ম্যাচগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে এই ম্যাচে কাজে লাগিয়েছে। মুশফিক যেভাবে সবকিছু মোকাবেলা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য বলে মনে হয় তামিমের কাছে।
এই প্রসঙ্গে তামিম বলেন, "আমি সব সময় বলি একটা ভাল খেলা খারাপ খেলা সব কিছুতেই একটা শিখার বিষয় থাকে। খুবি ভাল একটা দিক যে আমরা খারাপ কিছু থেকে শিক্ষা নিয়ে আজ আমরা কাজে লাগাতে পেরেছি। যে ভাবে মুশফিককে কটাক্ষ করা হয়েছিল। আজ মুশফিকে সেভাবেই ক্রেডিট দেয়া উচিত। যে ভাবে ও সব কিছু হ্যান্ডল করেছে তা অবিশ্বাস্য।"

মুশফিক এই ম্যাচে তার ১২ বছরের অভিজ্ঞতা ঢেলে দিয়েছেন বলে মনে করেন তামিম। দলের সবাই ব্যাটিং ভালো করেছে বলে ধারণা এই দেশ সেরা ওপেনারের। সতীর্থ্য মুশফিকের দুর্দান্ত ব্যাটিং খুব কাছে থেকে দেখেছেন এই ওপেনার। সংবাদ সম্মেলনে এই উইকেটরক্ষক ব্যাটসম্যনাওকে প্রশংসায় ভাসিয়েছেন তামিম।
মুশফিকের প্রশংসা করে তামিম বলেন, "আমাদের প্রত্যেক ওভারে আট থেকে নয় রানের দরকার ছিল। সেখানে মুসফিক অসাধারণ ব্যাটিং করেছে। এই যে দশ বারোও বছরের অভিজ্ঞতা সব টুকুই ঢেলে দিয়েছে সে। আমরা সবকিছু নিয়ে কথা বলেছি। অনেক সময় আলোচনা করেও কিছু হয় না। আসলে যারা ব্যাটিং করেছে তারা সবাই ভাল করেছে। আমি আগেই বলেছি আমাদের ওই রকম পাওয়ার হিটার নেই।"
তামিম জানিয়েছেন লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে টি২০ সিরিজ হারের জ্বালা ভুলতে একটি জয় খুব দরকার ছিল। শেষ কয়েকটি ম্যাচে বাংলাদেশ দল যেমন পারফরমেন্স করেছে। টাইগাররা এমন দল নয় বলেও মন্তব্য করেছেন তামিম। এই ম্যাচে ভাগ্যের ছোঁয়া ছিল বলেও ধারণা তামিমের।
তামিমের ভাষ্যমতে, "যে সময় চার দরকার করা হয়েছে। যে সময় শুধু এক রান দরকার আমরা করেছি। যেমন ধরেন সৌম্যর ২২ বলে ২৪ রান ভাল দেখাবে না। কিন্তু ওই সময় ২৪ রান আমাদের খুব দরকার ছিল। একটা দল হিসেবে আমরা খুব ভাল করতে চাচ্ছিলাম সবাই। আমরা চাচ্ছিলাম একটা ম্যাচ জিতি। গেল সিরিজে যা হয়েছে তাতে একটা জয় আমাদের খুব দরকার ছিল। আমরা মনে করি না আমরা এত খারাপ টিম। সেই জয় আমরা পেয়েছি।"