বোলারদের পারফরমেন্সে হতাশ লঙ্কান অধিনায়ক

ছবি:

নিদাহাস ট্রফিতে নিজেদের ক্রিকেট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহ করেও বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধান হেরেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া ২১৪ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ দল।
ব্যাটসম্যানরা ব্যাট হাতে দলের জন্য ভালো সংগ্রহ গড়ে দিলেও , লঙ্কান বোলাররা আশানুরূপ পারফমেন্স করতে পারেননি। ফলে হারতে হয়েছে তাদের।
এদিকে, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল বোলারদের পারফরমেন্সে হতাশা প্রকাশ করেছেন। তবে, বড় সংগ্রহ গড়ে দেয়ার জন্য ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন তিনি।

চান্দিমাল বলেছেন, "সত্যিই ক্রিকেট একটি ভালো খেলা। ভালো সংগ্রহ গড়ে দেয়ার ব্যাটসম্যানদের কৃতিত্ব। একতি বোলিং ইউনিট হিসেবে আমরা ভালোভাবে নিজেদের উপস্থাপন করতে পারিনি। আমি নিশ্চিত তারা আগামি ম্যাচেই ফিরে আসবে। তা নিজে আমাদের কিছু পরিকল্পনা আছে।"
এদিকে, এই ম্যাচের উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লঙ্কান অধিনায়ক। তবে, টাইগারদের বিপক্ষে হারলেও আগামি ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন চান্দিমাল।
এই প্রসঙ্গে তিনি বলেন, "উইকেট হিসেবে এটি অনেক ভালো ছিল। আমি নিশ্চিত যে আগামি ম্যাচে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। আগামী ম্যাচে নজর দিতে চাই।"