promotional_ad

'অনেক' প্রমাণের একটি ম্যাচ

promotional_ad

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে তৃপ্তির এক জয় পেয়েছে টানা হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ দল। টাইগাররা এই ম্যাচে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ২শত রান বা ততোধিক রান তাড়া করে জয় পেয়েছে।


এমন জয়ে পুরো বাংলাদেশ দল উজ্জীবিত বলে জানিয়েছেন , ম্যাচ শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসা ওপেনার তামিম ইকবাল। এই জয় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।


তাছাড়া দলের ক্রিস গেইলের মতো বড় তারকা বা টি২০ স্পেশালিষ্ট না থাকলেও দলগত পারফরমেন্সে বাংলাদেশের এই দুর্দান্ত জয়ে আত্মতৃপ্তি দিচ্ছে তামিমকে।  



promotional_ad

এই প্রসঙ্গে তামিম বলেন, 'আমরা এখনো টি-টোয়েন্টি শিখছি, এই ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের এই জয় খুব দরকার ছিল। আমাদের টিমে ক্রিস গেইল বা তেমন কোন বড় মাপের টি-টোয়েন্টি স্পেশালিষ্ট না থাকলেও আমরা সবাই ভালো খেলার চেষ্টা করেছি তার কারণেই আমাদের এই জয়।'


প্রথম বারের মতো ২০০ রান তাড়া করে জয় বাংলাদেশ দলের মনোবল বাড়িয়ে দিবে বলে বিশ্বাস তামিমের। এই ম্যাচে বাংলাদেশ দলের সক্ষমতার প্রমাণ হয়েছে বলে মনে করেন এই টাইগার ওপেনার।


তামিম জানিয়েছেন, 'আমরা ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের মত বড় দলকে ফলো করি না। তাদের রয়েছে ভিন্ন রকমের খেলোয়াড় আমাদেরও ভিন্ন রকমের খেলোয়াড়। আমরা আগে টি-টোয়েন্টিতে দুইশ চেজ করিনি। আজকে করলাম। এটা আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। আমাদের সক্ষমতা আছে এটা আজ প্রমাণিত। '




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball