বিশ্বকাপে এক রানে হার দুর্ঘটনাঃ রিয়াদ

ছবি:

আজ বৃহস্পতিবার নিদাহাস ট্রফিতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। টাইগারদের প্রতিপক্ষ যেহেতু ভারত তাই আবারও স্মৃতিতে কড়া নাড়ছে দুই বছর আগে ভারতের বিপক্ষে টি২০ বিশ্বকাপে ১ রানের হার।
শেষ ওভারে টাইগারদের জেতার জন্য দরকার ছিলো ১১ রান। প্রথম তিন বলেই নয় রান তুলে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। পরের তিন বলে প্রয়োজন ছিল মাত্র ২ রানের।
কিন্তু পরপর দুই বলে মাহমুদুল্লাহ ও মুশফিক উইকেট বিলিয়ে দিয়ে আসলে ১ রানের ব্যবধানে হারতে হয় বাংলাদেশ দলকে। দুই বছর পর আবার টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবারও কি মাহমুদুল্লাহর মনে সেই হারের স্মৃতি উঁকি দিচ্ছে?

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন ওঠায় বেশ বিরক্তই হয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। সেই হারকে মাহমুদুল্লাহ কেবল একটি দুর্ঘটনা হিসেবেই দেখছেন। সেই হার থেকে সতির্থ্যরা শিক্ষা নিলে ভালো কিছু হতে পারে বলে মনে করেন তিনি।
মাহমুদুল্লাহর ভাষ্যমতে, ‘বেঙ্গালুরুর ম্যাচ বেঙ্গালুরুতেই শেষ। ওখানেই শেষ, ওখানেই থমকে আছে। ক্রিকেটে দুর্ঘটনা হতেই পারে। ওটা নিয়ে বসে থাকলে চলবে না। তবে ওখান থেকে শেখাটা জরুরি। শিখতে পারলে কাজে দেবে।’
এদিকে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর চারটিতে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে, জয়ের খুব কাছাকাছি যাওয়ার ঘটনাটা ঘটেছিলো সেই ব্যাঙ্গালুরুতেই।