'সীমিত ভাবনাই সঠিক পন্থা'

ছবি:

স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের ম্যাচের মধ্য দিয়ে মঙ্গলবার পর্দা উঠেছে ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্ট নিদাহাস ট্রফির। বৃহস্পতিবার এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
চলতি এই সিরিজে শীর্ষ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই খেলছে ভারত। দলে নেই অধিনায়ক ভিরাট কোহলি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনী। তারপরও, এই দলটিকে সমিহ করছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে, টাইগার অধিনায়ক জনিয়েছেন, ভারতের এই সিরিজের স্কোয়াডে যারা আছেন তারাও বেশ অভিজ্ঞ। রিয়াদ ভারতীয়দের আইপিএল ও টি২০ ফরম্যাটে খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

মাহমুদুল্লাহর ভাষ্যমতে, 'যদিও তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় এই সফরে আসেনি। তারা আইপিএল খেলছে, টি২০ ফরম্যাটে খেলছে। ফলে, তাদের স্কোয়াডে যারা আছে তারা অনেক অভিজ্ঞ।'
চলতি বছর ত্রিদেশীয় সিরিজের পর লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজে হেরেছে বাংলাদেশ দল। তাই টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ দল বেশ চাপে আছে। সমর্থকদের প্রত্যাশার চাপের সাথে আছে নিজেদের হারান পারফরমেন্স খুঁজে পাওয়ার চাপ তৈরি হয়েছে।
তাছাড়া, ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক ও দলের নির্ভরযোগ্য পারফর্মার সাকিব আল হাসান। সব মিলিয়ে সিরিজ শুরুর আগে বাইরের বিষয় নিয়েই বাংলাদেশ দলকে ভাবতে হচ্ছে বেশি।
তবে, বাইরের জিনিসগুলো নিয়ে চিন্তা না করে, মাঠের ক্রিকেটে নিজেদের পারফরমেন্সের প্রমাণ দিতে চান মাহমুদুল্লাহ। বাইরের বিষয় নিয়ে চিন্তা করা দলের জন্যও ভালো হবে না বলে মনে করেন বাংলাদেশ দলপতি।
এই প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, 'আমার মনে হয় আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। এছাড়া বাইরের জিনিসগুলো নিয়ে চিন্তা করা আমার মনে হয়না দলের জন্য ভালো হবে।'