promotional_ad

যুক্তরাষ্ট্রকে 'পাত্তা' দেয়নি পাকিস্তান, হতাশ বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে খেলার জোর সম্ভাবনা তৈরি করল স্বাগতিক দলটি। এখনও অনেক যদি কিন্তুর হিসেব বাকি। তবে এই হার বড় ধাক্কা পাকিস্তানের জন্য।


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বোলিং আক্রমণকেই অন্যতম সেরা ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের বোলিংয়ের ধারই অনুপস্থিত। শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ ও নাসিম শাহদের হতাশায় ডুবিয়ে ম্যাচ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র।


এই ম্যাচে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কণ্ঠে ছিল অসহায়ত্ব। এমন হবে তিনি কল্পনাতেও ভাবেননি। পাকিস্তান অধিনায়ক স্বীকার করে নিয়েছেন তারা যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নিয়েছিলেন। এ কারণেই বড় ধাক্কা খেতে হয়েছে তাদের। ম্যাচ জয়ের জন্য যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিয়েছেন বাবর।



promotional_ad

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেছেন, 'অবশ্যই হতাশ আমি। তিন বিভাগেই আমরা ভালো ছিলাম না। বোলিংয়ে আমরা শুরুতে উইকেট নিতে পারিনি। মাঝের ওভারগুলোয় স্পিনাররাও উইকেট না পাওয়ায় আমরা চাপে পড়ে যাই। ১০ ওভারের পর আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। তবে তারা যেভাবে শেষ করেছে এবং সুপার ওভারে যেভাবে খেলেছে, কৃতিত্ব দিতেই হবে তাদেরকে।'


এদিন ব্যাট হাতে ভালো শুরু পায়নি পাকিস্তান। পাওয়ার প্লেতে ৩০ রান তুলতেই ৩ উইকেট হারায় দলটি। অবশ্য বাবর একপ্রান্ত আগলে রেখে পাকিস্তানের রান বাড়িয়েছেন। তিনি ৪৩ বলে করেছেন ৪৪ রান। শাদাব খানের ২৫ বলে ৪০ রানের ইনিংসে কিছুটা স্বস্তি পায় পাকিস্তান।


আর শেষদিকে আফ্রিদির ১৬ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে তারা। যদিও এই রান যথেষ্ট ছিল না জয়ের জন্য। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় যুক্তরাষ্ট্র। ১৩ ওভারে তারা ১ উইকেটে ১০৪ রান তুলে নেয়। শেষ পর্যন্ত তারা ম্যাচ ড্র করতে সক্ষম হয়।


সুপার ওভারে মোহাম্মদ আমিরের হাতে বল তুলে দিয়েছিলেন বাবর। সেই ওভারে তিনি খরচা করেন ১৮ রান। এর মধ্যে তিনটি ওয়াইড করেন পাকিস্তানের এই পেসার। এরপর ব্যাটিংয়ে নেমে ১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। 



বাবর জানালেন আমিরের অতিরিক্ত রানই কাল হয়েছে তাদের জন্য। পাকিস্তান অধিনায়কের ভাষ্য, 'সে (আমির) তো অভিজ্ঞ বোলার। কীভাবে বল করতে হয়, তার জানা আছে। আমরা চেষ্টা করেছি, ফিল্ডিং সাজানো অনুযায়ী বল করতে। তবে আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের ব্যাটাররা আরও স্মার্ট। কিপারের কাছে বল রেখেই তারা রান নিয়েছে। এটা সুপার ওভারে তাদের জন্য বাড়তি সহায়তা করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball