promotional_ad

বেরিংটন-লিস্কের জুটিতে নামিবিয়াকে হারাল স্কটল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগে ব্যাট করে স্কটল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। এর সব কৃতিত্ব দিতে হবে স্কটল্যান্ডের বোলারদের। দলটির বেশিরভাগ থিতু হওয়ার আগেই ফিরিয়েছেন তারা। এরপর ব্যাটারদের নৈপুণ্যে ৫ উইকেটের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে স্কটিশরা।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে চারবারের দেখায় প্রথম জয় পেল স্কটল্যান্ড। এই জয়ে বড় অবদান রেখেছেন রিচি বেরিংটন। স্কটল্যান্ডের অধিনায়ক খেলেছেন ৩৫ বলে ৪৭ রানের ম্যাচ জয়ী ইনিংস। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মাইকেল লিস্ক।



promotional_ad

এই দুজন পঞ্চম উইকেট জুটিতে ৪২ বলে ৭৪ রান উপহার দিয়েছেন। আর তাতেই জয়ের পথ সুগম হয় স্কটিশদের। যদিও জর্জ মান্সি ও আলেকজ্যান্ডার জোনস মিলে ওপেনিং জুটিতে ২৩ রানের বেশি তুলতে পারেননি। মান্সি ফিরে যান মাত্র ৭ রান করে।


এরপর জোনস আউট হয়েছেন ২৬ রান করে। ব্র্যান্ডন ম্যাকমুলানের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ১৯। ম্যাথু হেনরি আউট হয়েছেন মাত্র ৩ রান করে। লুস্ক শেষদিকে আউট হয়েছেন ১৭ বলে ৩৫ রানের ক্যামিও খেলে। আর তাতেই ৯ বল হাতে রেখে জয়ের দেখা পেয়েছে স্কটল্যান্ড।


আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে স্কটল্যান্ডকে। ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তবে নামিবিয়ার বিপক্ষে পূর্ণ পয়েন্ট অর্জন করল দলটি। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নামিবিয়ার ইনিংস টেনেছেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস।



তিনি ছাড়া আর কেউই ত্রিশের কোটা পাড় হতে পারেননি। চার নম্বরে নেমে এরাসমাস ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৫২ রান। নামিবিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন জেন গ্রিন। এই দুজনের পঞ্চম উইকেটে গড়া ৩৮ বলে ৫১ রানের সুবাদেই লড়াইয়ের পুঁজি পেয়েছিল নামিবিয়া।


স্কটল্যান্ডের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার ব্র্যাডলি হুইল। এ ছাড়া ২টি উইকেট নিয়েছেন জেমস কুরি। একটি করে উইকেট গেছে ক্রিস সোলে, ক্রিস গ্রেভস ও মাইকেল লিক্সের ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball