promotional_ad

শরিফুলের বিকল্প প্রস্তুত রেখেছেন নির্বাচকরা, শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন তাসকিন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল

১ ফেব্রুয়ারি ২৫
বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলছেন শরিফুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেলেও এখনও মাঠে নামেনি বাংলাদেশ। এরই মধ্যে দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দুই পেসারের ইনজুরিতে জর্জরিত নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ ছাড়া শরিফুল ইসলামের ইনজুরি আরও পর্যবেক্ষণ করে দেখতে বলছেন তিনি।


ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন শরিফুল। প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। আপাতত শরিফুলের বিকল্প নিয়ে ভাবছেন না নির্বাচকরা। দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাওয়া হাসান মাহমুদ থাকায় কিছুটা নির্ভার তারা।


যদিও প্রথম ম্যাচের পর শরিফুলকেই দলে পাওয়ার চেষ্টা থাকবে বিসিবি নির্বাচকদের। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কেমন ফলাফল করে সেটার উপরও নির্ভর করবে শরিফুলের বিকল্প হিসেবে তারা কাউকে দলে নেন কিনা।



promotional_ad

এই ব্যাপারে লিপু গণমাধ্যমকে বলেন, ‘ইনজুরি একটা বড় ভাবনা হয়েছে যুক্তরষ্ট্রে আসার আগে। যুক্তরাষ্ট্রে আসার পর শরিফুল ইনজুরিতে পড়েছে। তার ইনজুরি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। ৬টি সেলাই লেগেছে আপনারা জানেন। রিকভারি মূল্যায়ন করতে আরও কদিন অপেক্ষা করতে হচ্ছে।’


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব

২ ঘন্টা আগে
বিপিএলে ভিন্ন বরিশালের হয়ে তামিম এবং রংপুরের হয়ে খেলেছেন সাকিব

‘বদলি হিসেবে যাকে ভাবা হচ্ছে, একজন পেস বোলার ক্যারি করছি, হাসান মাহমুদ তিনি আমাদের সাথে আছেন। শরিফুলকে পেতে আমরা আগ্রহী। আমরা কোন পর্যন্ত যেতে পারি, সেটাও একটা ব্যাপার। ৯ তারিখে আর একটা মূল্যায়ন করে দেখি, কতোটা ইমপ্রুভ করে সেটা আগে দেখি। এছাড়া আমাদের পারফরম্যান্সও একটা ব্যাপার। ততদিনে আমাদের একটা ম্যাচ হয়ে যাবে। তখন একটা সিদ্ধান্ত নেয়া যাবে।’


এদিকে কিছুদিন আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে তাসকিনের চোট পাওয়াটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের জন্য। অবশ্য বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়া যাবে সেই আশায় বাংলাদেশ দলে রাখা হয়েছিল এই পেসারকে। এমনকি বিশ্বকাপ দলের সহ-অধিনায়কের দায়িত্বও দেয়া হয় তাকে।


এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলেননি তাসকিন। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে খেলবেন, এমনটাই প্রত্যাশা লিপুর।



তিনি বলেন, 'আশার কথা হচ্ছে যে তাসকিন আজকে যে বোলিং করেছেন এবং যে প্রতিক্রিয়া একটু আগে আমরা পেলাম, সেখানে আশা করা যাচ্ছে তার যে রিকভারি এবং তার যে পারফরম্যান্স এনালাইসিস সে অনুয়ায়ী আমরা আশা করতে পারি, যদি অন্য কোনও ব্যাঘাত না ঘটে তাহলে ৭ তারিখে তিনি শ্রীলঙ্কার সাথে খেলতে পারবেন। এখন পর্যন্ত মেডিক্যাল টিম থেকে আমরা এটাই জেনেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball