অস্ট্রেলিয়া দলে সোয়েপসনের বদলি কুহনেমান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আপাতত ওয়ানডে খেলার আগ্রহ নেই ডেভিডের
৭ ঘন্টা আগে
ভারত সিরিজের অস্ট্রেলিয়া দলে যুক্ত হয়েছেন ম্যাথু কুহনেমান। সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে দেশে ফিরে গেছেন মিচেল সোয়েপসন। আর তার বদলেই দলে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার কুহনেমান।
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের আগেই দলে ফেরার কথা রয়েছে সোয়েপসনের। আর তাই শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্যই অস্ট্রেলিয়া স্কোয়াডে জায়গা হয়েছে ২৬ বছর বয়সী কুহনেমানের।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি কুহনেমান। ১৩ ম্যাচ খেলে ৩৪.৮০ গড়ে ৩৫ উইকেট নিয়েছেন তিনি। মূলত বোলিংয়ে বৈচিত্র্য থাকার কারণে ভারতের মাঠে সাফল্য পেতে পারেন কুহনেমান- এটা ভেবেই দলে রাখা হয়েছে তাকে।
আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
৩৫ মিনিট আগে
যদিও নাগপুর টেস্টের মতো দিল্লি টেস্টেও অস্ট্রেলিয়ার মূল ভরসা হয়ে থাকবেন অভিজ্ঞ নাথান লায়ন। আর তাকে সঙ্গ দিতে পারেন নাগপুরে অভিষেক হওয়া টড মারফি। অভিষেক ম্যাচে ১২৪ রান খরচায় সাত উইকেট নিয়েছিলেন তিনি। আর তাই অভিষেক ম্যাচ খেলতে আরও অপেক্ষা করতে হতে পারে কুহনেমানকে।
এদিকে দিল্লি টেস্টে দলে ফিরতে পারেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আঙুলের ইনজুরি ইতোমধ্যেই কাটিয়ে উঠেছেন অভিজ্ঞ এই পেসার। তিনি একাদশে ঢুকলে জায়গা হারাতে পারেন স্কট বোল্যান্ড।
নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সফরকারী অস্ট্রেলিয়া। চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে তারা।