promotional_ad

প্রিয় সাকিবের ব্রেইন নিতে চান সাউথ আফ্রিকার লিন্ডে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলে বশ-ডাসেনের বদলি লিন্ডে-ক্যারি

২৪ মার্চ ২৫
জর্জ লিন্ডে ও অ্যালেক্স ক্যারি

জর্জ লিন্ডের জন্ম ও বেড়ে ওঠা সাউথ আফ্রিকার কেপটাউনে। জাতীয় দলের জার্সিতে সর্বসাকুল্যে (তিন সংস্করণ মিলে) ১৯ ম্যাচ খেলা এই অলরাউন্ডার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্য তেমন পরিচিত নাম নন। ক্যারিয়ারে একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন কদিন আগে। সেটিও নিজ দেশের এসএ২০ তে।


এমআই কেপটাউন বাদ পড়ায় প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন লিন্ডে। দেশের বাইরে এটিই তার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশে প্রথমবার আসলেও এদেশের ক্রিকেট অনুসরণ করেন বলেন জানিয়েছেন এই অলরাউন্ডার। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে এখনও ম্যাচ না খেললেও টুর্নামেন্টটি তার পছন্দ হয়েছে বলে জানান তিনি।


promotional_ad

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিন্ডে বলেন, ‘আমি অনুসরণ করি। আমি অনেক ক্রিকেটারকেই অনেক অনুসরণ করি আসলে। অন্য খেলোয়াড়দের সম্পর্কে অনেক জানি। অনেক অনুসরণ করি। সত্যি বলতে এই লিগ দেখে খুবই পছন্দ হয়েছে আমার। দেখে মনে হচ্ছে খুবই কঠিন।’


আরো পড়ুন

তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের

৮ জুলাই ২৫
তামিম ইকবাল ও সাকিব আল হাসান, ফাইল ফটো

বাংলাদেশ ও সাউথ আফ্রিকার অনেকটা দুরত্ব থাকলেও লিন্ডের পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দেখে বড় হয়েছেন বলে জানান লিন্ডে। নিজের প্রিয় ক্রিকেটারের নাম বলতে গিয়ে সাকিবের নাম বলেছেন তিনি।


লিন্ডে বলেন, ‘আমি সবসময় সাকিব আল হাসানকে ভালোবাসি। আমার প্রিয় কে? অবশ্যই যখন আমি বড় হয়েছি, আমি তাকে দেখেছি তাই সে সম্ভবত আমার প্রিয়।’


ফরচুন বরিশাল প্লে অফ নিশ্চিত করায় সাকিবের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে লিন্ডে। সাকিবের সঙ্গে দেখা তাকে কি বলতে চান? এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল সাউথ আফ্রিকার এই ক্রিকেটারকে। কিছু বলার আছে কিনা সেটা না জানলেও সাকিবের ব্রেইনটা নিতে চান লিন্ডে।


তিনি বলেন, ‘জানি না অনেক কিছু বলার আছে কিনা। সত্যি বলতে আমি শুধু তার মস্তিষ্কটা নিতে চাই। আমি মনে করি সাকিবের ব্রেইন’টা দরকার, আমরা ক্রিকেটে যেহেতু একই ভূমিকা পালন করি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball