সোহানের ইনিংস মিরাজের চোখে ‘অবিশ্বাস্য’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এনসিএল টি-টোয়েন্টিতে ছক্কা-চারে যাদের ব্যাটে আলোর ছোঁয়া
২৪ ডিসেম্বর ২৪
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খুলনা টাইগার্সকে জেতাতে অনবদ্য ভূমিকা রেখেছেন হাবিবুর রহমান সোহান। ৯ বলে অপরাজিত ৩০ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়েছেন এই তরুণ ব্যাটার। এমন ইনিংসে তিনি মন জয় করেছেন প্রতিপক্ষের অধিনায়কত্বের দায়িত্বে থাকা মেহেদী হাসান মিরাজেরও।
১৭০ রানের লক্ষ্য তাড়ায় তখন খুলনার দরকার ছিল ৩৫ রান। হাতে ছিল তিন ওভার। এমন সমীকরণে শেষ ওভারের আগের ওভারে ১৭ রান নেন তরুণ সোহান। শেষ ওভারে যখন ৯ রান লাগত তখন সোহানের ছক্কায়ই জিতে যায় খুলনা।

ম্যাচটিতে চারে নেমে ৪৩ বলে অপরাজিত ৬৪ রান করেন মাহমুদুল হাসান জয়। সেটাও যেন ছাপিয়ে যায় সোহানের দুটি চার ও তিনটি ছক্কার ক্যামিওতে। দুজনের ১৬ বলে ৪১ রানের ম্যাচ জেতানো জুটিতে জয়ের অবদান ছিল ৭ বলে ১০ রান!
হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ
১৭ ঘন্টা আগে
বাকি ৩০ই আসে সোহানের ব্যাটে। এমন ইনিংস সোহানের ক্যারিয়ারের গ্রাফ বদলে দেবে বলে বিশ্বাস করেন মিরাজ। প্রাণ খুলে তরুণ এই ব্যাটারের প্রশংসা করেন তিনি।
মিরাজ বলেন, 'অসাধারণ ব্যাটিং করেছে (সোহান)। বিশেষ করে, এরকম চাপের পরিস্থিতিতে ব্যাট করেছে, এরকম উত্তেজনার ম্যাচ খেলেছে, অবশ্যই অনেক ভালো ব্যাটিং করেছে।'
'দুজনকেই কৃতিত্ব দিতে হয় আসলে। জয়ও শুরু থেকে খুব ভালো ব্যাট করেছে। আর সোহান যে ব্যাটিং করেছে, অবিশ্বাস্য একটি ইনিংস খেলেছে। ওর জন্য, ওর ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে।'
এই জয়ে অবশ্য প্লে-অফ নিশ্চিত হয়নি খুলনার। পয়েন্ট তেবিল থেকে আগেই ছিটকে গেছে তারা। ৬ উইকেটের এমন জয়ে পয়েন্ট তালিকার একদম তলানি থেকে দুই ধাপ ওপরে উঠে পঞ্চম স্থানে থেকে এবারের বিপিএল আসর শেষ করেছে খুলনা।