promotional_ad

তানভির-মুকিদুলদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন রিজওয়ান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বোলাররাই মার খায়, তুই পারবি’, তানভিরকে বলেছিলেন মিরাজ

৬ জুলাই ২৫
৫ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর পর তানভির ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

হ্যাট্টিক হারে আসর শুরু করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে। টানা নয় ম্যাচ জেতা এই দলটার স্কোয়াডে আছেন লিটন দাস, মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটার। তবে তাদের এমন ধারবাহিকতার পেছনে বড় অবদান আছে দলের তরুণ ক্রিকেটারদেরও। বল হাতে তানভির ইসলাম-মুকিদুল ইসলাম মুগ্ধরা যেমন আলো ছড়িয়েছেন, তেমনি ব্যাট হাতে সুযোগ কাজে লাগিয়েছেন জাকের আলি। তাইতো তাদের প্রশংসা ঝড়েছে মোহাম্মদ রিজওয়ানের কন্ঠে।  


আজ মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল কুমিল্লা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপু্রকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইমরুল কায়েসের দল। এদিন ২৬ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তানভির। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরষ্কার ওঠেছে এই তরুণ স্পিনারের হাতে।


শুধুই এই ম্যাচে নয়, এবারের আসরে শুরু থেকেই ধারবাহিক তানভির। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে এই স্পিনার নিজের ঝুলিতে পুড়েছেন ১৪ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৬.২০ রান। যেখানে তিনি নিয়মিতই বোলিং করেছেন শুরুর পাওয়ারপ্লেতে। 


promotional_ad

এদিকে জাকের যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন তা দুইহাত ভরে কাজে লাগানোর চেষ্টা করেছেন। এখনও পর্যন্ত ১০ ইনিংসে করেছেন ১৭৫ রান। যেখানে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এক ইনিংসেই করেছিলেন অপরাজিত ৫৭ রান। আর রংপুরের বিপক্ষে সবশেষ ম্যাচে পাঁচ নম্বরে নেমে ৩ ছয়ে করেন ২৩ বলে ৩৪ রান।


এবারের বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি মুকিদুলের। সবমিলিয়ে ৭ ম্যাচ খেলে শিকার করেছেন ৯ উইকেট। ওভার প্রতি তিনি রান খরচ করেছেন আটের একটু বেশি। তবে বরিশালের বিপক্ষে এক ম্যাচেই ২৩ রানে শিকার করেছিলেন ৫ উইকেট। 


রিজওয়ান বলেন, 'দলের প্রধান কোচ (মোহাম্মদ সালাহউদ্দিন) আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও খেলোয়াড় সরবরাহের চেষ্টা করছেন। অন্তত আমার কাছে তা-ই মনে হয়। আমাদের দলের দিকে যদি দেখেন... তানভির, মুগ্ধ (মুকিদুল), জাকেরসহ আরও যাদের দেখেছি, তাদের সামনে বাংলাদেশের হয়েও উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি।'


এদিকে কুমিল্লার হয়ে এবারের আসরে আজই শেষ ম্যাচ খেলে ফেলেছেন রিজওয়ান। এই উইকেটকিপার ব্যাটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে শুক্রবার রাতেই দেশে ফিরে যাচ্ছেন। কুমিল্লার হয়ে ১০ ম্যাচ খেলে চার হাফ সেঞ্চুরিতে ৩৫১ রান করেছেন তিনি। যা দলের হয়ে আসরে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।


এমন একজন ইনফর্ম ব্যাটারের অনুপস্থিতি আসরের বাকি অংশে নিশ্চিতভাবেই ভোগাবে কুমিল্লাকে। তবে দলের বাকি সদস্যদের ওপর আস্থা আছে রিজওয়ানের। এই পাকিস্তানি তারকা ব্যাটারের ধারণা, জাকের-মোসাদ্দেক হোসেনের মতো দেশি ব্যাটাররা দলকে অনেক দূর নিয়ে যাওয়ার সামর্থ্য রাখেন।


তিনি বলেন, 'কুমিল্লা দলের গভীরতা দেখুন, খুব ভালো। জাকের খুব ভালো খেলোয়াড়, মোসাদ্দেক (হোসেন) আছে। বেশিরভাগ ম্যাচে আমরা ওপরের ব্যাটসম্যানরাই শেষ করেছি। তাই আমরা (পরের ব্যাটসম্যানদের) ঠিক মূল্যায়ন করতে পারি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball