promotional_ad

আঙুলে 'ব্যথানাশক' লাগিয়েছিলেন জাদেজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দলীয় নিয়ম ভেঙেই সফল জাদেজা

৪ জুলাই ২৫
রবীন্দ্র জাদেজা, ফাইল ফটো

নাগপুর টেস্টের প্রথম দিন বল ভারতের নায়ক রবীন্দ্র জাদেজা। তিনি মাত্র ৪৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। ইনজুরির কারণে ৫ মাস মাঠের বাইরে কাটানোর পর এমন পত্যাবর্তনের কথা তিনি নিজেও হয়তো ভাবেননি।


যদিও প্রথম দিনের খেলা শেষে বিতর্ক তৈরি হয়েছিল জাদেজাকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ম্যাচের এক পর্যায়ে পেসার মোহাম্মদ সিরাজের হাত থেকে আঠালো কিছু একটা নিয়ে আঙুলে মাখাচ্ছেন জাদেজা।


promotional_ad

আইসিসির নিয়ম অনুযায়ী বলে যেকোনো ধরের কৃত্রিম পদার্থ ব্যবহার করা নিষিদ্ধ। যাতে করে বলের সিম পরিবর্তন হয় বা বল বিকৃত হয়। অবশ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে জাদেজা হাতে ব্যথানাশক লাগিয়েছিলেন।


আরো পড়ুন

আমি দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসি: সিরাজ

৫ জুলাই ২৫
৬ উইকেট নেয়ার পর মোহাম্মদ সিরাজ, ফাইল ফটো

নাগপুর টেস্টের ম্যাচ রেফারির দায়িত্বে আছেন অ্যান্ডি পাইক্রফট। তার কাছেও বিস্তারিত জানিয়েছে ভারতীয় দল। ঘটনাটি ছিল অস্ট্রেলিয়া যখন ১২০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে তখনের। জাদেজা এরই মধ্যে সাজঘরে ফিরিয়েছিলেন মার্নাস ল্যাবুশেন, ম্যাট রেনশ ও স্টিভ স্মিথকে।


ক্রিকইনফো জানিয়েছে দিনের খেলা শেষে এই ঘটনার ব্যাখ্যা দিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, জাদেজা ও ভারতীয় দলের ম্যানেজার গিয়েছিলেন ম্যাচ রেফারির কাছে। ব্যাখ্যা মনঃপুত হওয়া কোনো ধরনের শাস্তির মুখে পড়তে হয়নি জাদেজাকে।


যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। এই ভিডিও শেয়ার করে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন লিখেছিলেন, ‘সে তার স্পিনিং আঙুলে কী লাগাচ্ছে? এ রকম কিছু কখনও দেখিনি।’ আরেক টুইটে সাবেক অজি অধিনায়ক টিম পেইন লিখে, ‘ইন্টারেস্টিং।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball