রংপুরের হয়ে খেলতে ঢাকায় নাভিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হককে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। এই দুই আফগান ক্রিকেটার যেহেতু শুরু থেকে খেলেননি। টুর্নামেন্টের মাঝ পথে তাই এই দুজনকে ছেড়ে দিয়েছে বরিশাল।
তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিপিএলের অন্য কোনো দল চাইলে তাদের সঙ্গে চুক্তি করতে পারে। এরই মধ্যে গুরবাজের সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স। এরই মধ্যে একটি ম্যাচ খেলেও ফেলেছেন তিনি।

বৃহস্পতিবার জানা গেল নাভিনকেও দলে ভিড়িয়েছে রংপুর। প্লে অফে নিশ্চিত করা দলটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নাভিনকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।
গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন ওমরজাই
৭ জুলাই ২৫
শুক্রবার কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে রংপুর। এই ম্যাচেই মাঠে দেখা যেতে পারে নাভিনকে। ইতোমধ্যে এই আফগান পেসার বাংলাদেশে পা রেখেছেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেই দলের কাছ থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। মূলত তার বিকল্প হিসেবে দলে ভেড়ানো হয়েছে নাভিনকে।
মূলত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতেই বিপিএল ছেড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। নাভিন ছাড়াও রংপুর দলে যোগ দিচ্ছেন এক ঝাঁক বিদেশি ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন দাসুন শানাকা ও টম কোহলার ক্যাডমোর।