promotional_ad

বিদেশের উইকেট বরাবরই চ্যালেঞ্জিং: শচিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

টেন্ডুলকারের নাম অ্যান্ডারসনের পরে কেন, ক্ষোভ গাভাস্কারের

২৩ জুন ২৫
জেমস অ্যান্ডারসন ও শচিন টেন্ডুলকার, ফাইল ফটো

দিন কয়েক আগেই ভারতের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন ইয়ান হিলি। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া জবাব দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই বিতর্কে এবার যোগ দিলেন শচিন টেন্ডুলকার। ভারতের এই কিংবদন্তির মতে, বিদেশের মাটিতে গেলে সেখানকার উইকেট সবার জন্যই চ্যালেঞ্জিং হয়।


উইকেটের ক্ষেত্রে মূলত ভালো বা বাজে ধারণাটাই সঠিক নয় বলে মনে করেন শচিন। উপমহাদেশের দলগুলো যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সফরে যায়, তখন সেই দেশগুলোও নিজেদের পছন্দমতো উইকেট বানায়। ফলে সেখানকার বাউন্সি আর পেস বান্ধব উইকেটে উপমহাদেশের ব্যাটারদের মানিয়ে নিতে বেগ পেতে হয়। 


promotional_ad

শচিন বলেন, 'একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সব ধরনের উইকেটেই খেলতে হয়। এটাই বিদেশের মাটিতে খেলার মূল চ্যালেঞ্জ। আমরা যখন অস্ট্রেলিয়ায় যাই, তখন সেখানে টার্নিং উইকেট আশা করি না। আমরা জানি সেখানের উইকেট একটু বাউন্সি হবে এবং গতি থাকবে।'


আরো পড়ুন

আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা

২৪ মিনিট আগে
জফরা আর্চারের সঙ্গে সতীর্থরা

এদিকে গত সপ্তাহে সেন ট্র্যাক রেডিওর অনুষ্ঠানে ভারতের উইকেট নিয়ে কথা বলেন হিলি। সেখানেই তিনি বলেছেন, ভারত ভালো উইকেট বানালে অস্ট্রেলিয়ার জেতার সুযোগ আছে। তার মতে, ঘরের মাঠের সুবিধা নিয়ে ভারত নিজেদের পছন্দমতো উইকেট বানিয়ে বাড়তি সুবিধা নেয়। 


ভারতে অস্ট্রেলিয়ার সর্বশেষ সফরের কথা উল্লেখ করে হিলি বলেন, ‘ওরা যদি বাজে উইকেট বানায়, যেটা আমরা সর্বশেষ সিরিজে (২০১৬-১৭) দেখেছি, যেখানে বল হাস্যকরভাবে লাফিয়ে ওঠে, প্রথম দিন থেকে নিচু হতে থাকে, তাহলে ভারত আমাদের চেয়ে ভালো করবে।’


নাগপুর টেস্ট দিয়ে আজ শুরু হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। চার ম্যাচের এই সিরিজ খেলতে সপ্তাহখানেক আগেই ভারতে পা রেখেছিল অস্ট্রেলিয়া দল। তবে ভারতে পৌঁছে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি অজিরা। প্রস্তুতি ম্যাচ না খেলার পক্ষে যুক্তি দিতে গিয়ে উইকেটের প্রসঙ্গ টেনে স্টিভেন স্মিথ বলেছেন, ভারতে ম্যাচ প্রস্তুতি নিয়ে লাভ নেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball