বিদেশের উইকেট বরাবরই চ্যালেঞ্জিং: শচিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেন্ডুলকারের নাম অ্যান্ডারসনের পরে কেন, ক্ষোভ গাভাস্কারের
২৩ জুন ২৫
দিন কয়েক আগেই ভারতের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন ইয়ান হিলি। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া জবাব দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই বিতর্কে এবার যোগ দিলেন শচিন টেন্ডুলকার। ভারতের এই কিংবদন্তির মতে, বিদেশের মাটিতে গেলে সেখানকার উইকেট সবার জন্যই চ্যালেঞ্জিং হয়।
উইকেটের ক্ষেত্রে মূলত ভালো বা বাজে ধারণাটাই সঠিক নয় বলে মনে করেন শচিন। উপমহাদেশের দলগুলো যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সফরে যায়, তখন সেই দেশগুলোও নিজেদের পছন্দমতো উইকেট বানায়। ফলে সেখানকার বাউন্সি আর পেস বান্ধব উইকেটে উপমহাদেশের ব্যাটারদের মানিয়ে নিতে বেগ পেতে হয়।

শচিন বলেন, 'একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সব ধরনের উইকেটেই খেলতে হয়। এটাই বিদেশের মাটিতে খেলার মূল চ্যালেঞ্জ। আমরা যখন অস্ট্রেলিয়ায় যাই, তখন সেখানে টার্নিং উইকেট আশা করি না। আমরা জানি সেখানের উইকেট একটু বাউন্সি হবে এবং গতি থাকবে।'
আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
২৪ মিনিট আগে
এদিকে গত সপ্তাহে সেন ট্র্যাক রেডিওর অনুষ্ঠানে ভারতের উইকেট নিয়ে কথা বলেন হিলি। সেখানেই তিনি বলেছেন, ভারত ভালো উইকেট বানালে অস্ট্রেলিয়ার জেতার সুযোগ আছে। তার মতে, ঘরের মাঠের সুবিধা নিয়ে ভারত নিজেদের পছন্দমতো উইকেট বানিয়ে বাড়তি সুবিধা নেয়।
ভারতে অস্ট্রেলিয়ার সর্বশেষ সফরের কথা উল্লেখ করে হিলি বলেন, ‘ওরা যদি বাজে উইকেট বানায়, যেটা আমরা সর্বশেষ সিরিজে (২০১৬-১৭) দেখেছি, যেখানে বল হাস্যকরভাবে লাফিয়ে ওঠে, প্রথম দিন থেকে নিচু হতে থাকে, তাহলে ভারত আমাদের চেয়ে ভালো করবে।’
নাগপুর টেস্ট দিয়ে আজ শুরু হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। চার ম্যাচের এই সিরিজ খেলতে সপ্তাহখানেক আগেই ভারতে পা রেখেছিল অস্ট্রেলিয়া দল। তবে ভারতে পৌঁছে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি অজিরা। প্রস্তুতি ম্যাচ না খেলার পক্ষে যুক্তি দিতে গিয়ে উইকেটের প্রসঙ্গ টেনে স্টিভেন স্মিথ বলেছেন, ভারতে ম্যাচ প্রস্তুতি নিয়ে লাভ নেই।