নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই হাসারাঙ্গা
১ ঘন্টা আগে
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে আসন্ন মার্চে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সফরের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সফরে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে শ্রীলঙ্কা।
৪ এবং ৫ মার্চ দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ম্যাচটির ভেন্যু ক্রাইস্টচার্চ। একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটিও খেলবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে ৯ই মার্চ।

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ১৭ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে এই টেস্ট। এই সফরের দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হওয়ায় দুটিই বেশ গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জন্য।
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না অ্যালেন
৬ ঘন্টা আগে
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। ৭৫.৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া এবং ৫৮.৯৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারত।
২৫ মার্চ অকল্যান্ডে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডেতে। দ্বিতীয় ওয়ানডে শুরু হবে ২৮ মার্চ, ভেন্যু ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল । তৃতীয় এবং শেষ ওয়ানডেটি শুরু হবে ৩১ মার্চ। ভেন্যু হ্যামিল্টনের সিডন পার্ক। তিনটি ম্যাচই আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত।
২, ৫ এবং ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ভেন্যু যথাক্রমে অকল্যান্ড, ডুনেডিন এবং কুইন্সটাউন।