promotional_ad

জয়রথ থামছেই না কুমিল্লার

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ফরচুন বরিশাল- ১২১ অল আউট (১৯.১ ওভার) (মাহমুদউল্লাহ ৩৬, করিম ৩২) (মুকিদুল ৫/২৩)


কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ১২২/৫ (১৮.৩ ওভার) (লিটন ৩৬, রাসেল ৩০*) (ইবাদত ২/১৮)


জয়রথ থামছেই না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আগেই প্লে-অফ নিশ্চিত করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়নরা ফরচুন বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে। টানা ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থাকার দৌড়ে এখন এগিয়ে ইমরুল কায়েসের দল।


জয়ের জন্য কুমিল্লাকে ১২২ রানের লক্ষ্য দেয় বরিশাল। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্করবোর্ডে ১৬ রান তুলতেই মোহাম্মদ রিজওয়ানকে হারিয়ে বসে কুমিল্লা। ৬ বলে ১১ রান করে এই পাকিস্তানি বিদায় নিলে হাল ধরেন লিটন দাস ও জাকের আলী।


promotional_ad

দুজন মিলে দলের পাওয়ার প্লে শেষ করেন। তবে ৬ অভার পরই ধাক্কা খায় কুমিল্লা। দলীয় ৪১ রানে সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন জাকের। তিনি ১০ রানে ফেরার খানিক পরই বিদায় নেন অধিনায়ক ইমরুল কায়েস। পরের ওভারেই এক রানে আউট হন মোসাদ্দেকও।


দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। দলকে চাপমুক্ত করতে গিয়ে ভুল শটে উইকেট ছুঁড়ে দেন লিটনও। ৩৯ বলে ৩৬ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন এই ওপেনার। ৭৪ রানে ৫ উইকেট হারালেও খুশদিল শাহ ও আন্দ্রে রাসেল মিলে দলকে ১০০'র ওপর নিয়ে যান।


১৮তম ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বল ডট দিলেও তৃতীয় বলে ছক্কা খেয়ে বসেন সাকিব। পরের বলে সাকিবকে আরও একটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান রাসেল। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ১২ বলে কুমিল্লার জয়ের ব্যবধান ৬ রানে নিয়ে আসেন খুশদিল। 


১৯তম ওভারের তৃতীয় বলে মুস্তাফিজকে ছক্কা হাঁকিয়ে কুমিল্লার টানা অষ্টম জয় নিশ্চিত করেন রাসেল। অপরাজিত থাকেন ১৬ বলে ৩০ রানে। খুশদিল করেন ১৯ বলে ২৩ রান। এবাদত নেন ১৮ রানে ২ উইকেট।  


বরিশাল ইনিংস-


টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই দুই ওপেনার এনামুল হক বিজয় ও ফজলে রাব্বিকে হারিয়ে বসে সাকিববাহিনী। তবে দলের বিপদে হাল ধরার চেষ্টা করেন দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও সাকিব। 


কিন্তু তাদের এই চেষ্টায় বাঁধা হয়ে দাঁড়ান মুকিদুল ইসলাম। দারুন এক স্লোয়ারে ইনসাইড এজে সাকিবকে বোল্ড করেন এই পেসার। এরপর ৫৩ রানে ইফতিখারকে লেগ বিফরের ফাঁদে ফেলেন আন্দ্রে রাসেল। এর এক রান পর মুকিদুলের ওভারে ইনসাইড এজে বোল্ড হন মাহমুদউল্লাহ।


২৬ বলে ৩৬ রানে আউট হন মাহমুদউল্লাহ। ৫ ব্যাটার বিদায় নিলেও দলের বিপদে হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও করিম জানাত। দুজন মিলে দলকে নিয়ে যান ১০০'র ওপর। তবে তাদের ৪৭ রানের জুটি ভাঙেন মুস্তাফিজ। ১৭ রানে ফেরেন মিরাজ।


এরপর বোলিংয়ে এসে করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিমকে আউট করেন মুকিদুল। ১৯তম ওভারে খালেদ রান আউট হলে ১২০'র আগেই অল আউটের শঙ্কা জাগে বরিশালের। শেষ ওভারে এসে প্রথম বলেই চতুরাঙ্গা ডি সিলভাকে আউট করে নিজের পঞ্চম উইকেট তুলে নেয়ার সঙ্গে ১২১ রানে বরিশালকে থামিয়ে দেন এই পেসার। ২৩ রানে ৫ উইকেট নেন মুকিদুল।     



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball