promotional_ad

সহজ ম্যাচ কঠিন করে হারল ঢাকা

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্লে-অফের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তারপরও টুর্নামেন্টের শেষটা ইতিবাচকভাবে শেষ করল শুভাগত হোমের দল। ঢাকা ডমিনেটর্সকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে উঠে এলো চট্টগ্রাম। চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে হেরে ৬ পয়েন্ট নিয়ে আসর শেষ করল ঢাকা ডমিনেটর্স। ১১৯ রানের সহজ লক্ষ্যে চট্টগ্রামের কাছে ১৫ রানে হেরেছে নাসির হোসেনের দল।


বিপিএলে নিজেদের শেষ ম্যাচে জিততে ঢাকার লক্ষ্য ছিল মাত্র ১১৯ রানের। সেই লক্ষ্যে নেমে পাওয়ার প্লে'তে সৌম্য সরকার ও আবদুল্লাহ আল মামুনের উইকেট হারিয়ে বসে ঢাকা। ২ রানে ফেরেন মামুন ও সৌম্য বিদায় নেন ১৬ বলে ২১ রানে।


৩৫ রানে ২ উইকেট হারিয়ে বসা ঢাকা আরও বিপদে পড়ে আরিফুল হকের বিদায়ে। জিয়াউর রহমানের শিকার হয়ে ফেরেন আরিফুল। তবে ৩ ব্যাটার ফিরলেও নাসির হোসেন ও অ্যালেক্স ব্লেক মিলে দলকে বিপদমুক্ত করেন।


যদিও ৬৭ রানে নিহাদউজ্জামানের শিকার হয়ে ১৩ রানে ফেরেন ব্লেক। এরপর দলীয় ১০০'র আগে নাসিরকে ফিরিয়ে দেন কার্টিস ক্যাম্ফার। ৩৩ বলে ২৪ রান করে ঢাকার অধিনায়ক বিদায় নেয়ার পর আমির হামজাও ফেরেন দ্রুত।


promotional_ad

৯২ রানে ৬ উইকেট হারিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় ঢাকা। মাঝে মন্থর ব্যাটিংয়ে বল ও রানের ব্যবধানে হয়ে ওঠে বিস্তার পার্থক্য। দলকে সেখান থেকে চাপমুক্ত করে জয়ের বন্দরে নিতে বড় শট খেলতে গিয়ে বিদায় নেন শরিফুল ও জাহিদুজ্জামান।


দলীয় ১০০'র আগে ৮ উইকেট হারিয়ে শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন হয় ১৯ রানের। কিন্তু জিয়াউর রহমানের বিপক্ষে বোল্ড হয়ে চট্টগ্রামের জয় নিশ্চিত করে দেন সানি। ওভারের শেষ বলে কোন রান নিতে না পারায় ১০৩ রানে থামে ঢাকার ইনিংস। ১৫ রানে হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।


এর আগে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। কিন্তু ব্যাটিংয়ে নেমে অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেনি দলটির টপ অর্ডার। পাওয়ার প্লে'তে ১৯ রানের ভেতর সাজঘরে ফেরেন ৩ ব্যাটার। মেহেদি মারুফ ৮, ইরফান শুক্কুর ৮ ও উম্মুক্ত চাদ বিদায় নেন ০ রানে। পাওয়ার প্লে'র পর দ্রুত আরও দুটি উইকেট হারায় চট্টগ্রাম।


দলীয় ২৮ রানে ৫ ব্যাটারের বিদায়ে কোনঠাসা হয়ে পড়ে চট্টগ্রাম। আফিফ ও শুভাগত ফেরেন একরান করে। তবে বিপদে দলের পাশে দাঁড়িয়ে হাল ধরেন ক্যাম্ফার ও উসমান খান। তাদের ব্যাটে দলীয় ৫০ পার করলেও ১১ রানে বিদায় নেন ক্যাম্ফার। এরপর ৩০ রান করা উসমানকে বিদায় করেন আরাফাত সানির। তুলে নেন নিজের চতুর্থ উইকেট।


এরপর দলীয় ৮০ রানে রান আউট হন ডারউইস রাসুলিও। তবে শেষের দিকের ব্যাটারদের চেষ্টায় আর কোন উইকেট না হারিয়ে ৮ উইকেটে ১১৮ রান নিয়ে ইনিংস শেষ করে ঢাকা। ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের জন্য বড় অবদান রাখেন জিয়াউর। ২২ রান দিয়ে ৪ উইকেট নেন আরাফাত সানি।


সংক্ষিপ্ত স্কোর-


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ১১৮/৮ (২০ ওভার) (জিয়াউর ৩৪*, উসমান ৩০) (সানি ৪/২২)


ঢাকা ডমিনেটর্স- ১০৩/৯ (২০ ওভার) (নাসির ২৪, সৌম্য ২১) (ক্যাম্ফার ৩/১৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball