promotional_ad

অস্ট্রেলিয়াকে না পেয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের বিপক্ষে আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তালেবানরা নারী ক্রিকেট নিষিদ্ধ করায় এই সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাই এই সময়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান।


আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি। সিরিজের সবগুলো ম্যাচই হবে শারজায়। আজ (৫ ফেব্রুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 


নাজাম শেঠির বোর্ড তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হওয়ায় আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।'


promotional_ad

এর আগে গত মাসের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি বাতিল করে সিএ। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্গত ছিল। তাই অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায় ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। 


 


 


নিজেদের হোমভেন্যু হিসেবে স্বীকৃতি প্রাপ্ত সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজটি আয়োজন করার কথা ছিল আফগানিস্তানের। এই সিরিজে খেলার ব্যাপারে শুরুতে আগ্রহী হলেও পরবর্তীতে দফায় দফায় বৈঠক করে তা বাতিলের সিদ্ধান্ত নেয় (সিএ) কর্তারা।


আফগানিস্তানে ক্ষমতা নেয়ার পর দেশটিতে নারী ক্রিকেট নিষিদ্ধ করে তালেবানরা। শুরু থেকেই এই তত্ত্ব পছন্দ হয়নি সিএ'র। এই ব্যাপারে নিজেদের খারাপ লাগাও ইতোপূর্বে প্রকাশ করেছে তারা।চ মূলত এই কারণেই সিরিজটি খেলতে আসেনি অস্ট্রেলিয়া। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball