promotional_ad

বাংলাদেশের সহকারী কোচ হওয়ার ইচ্ছে নেই সালাহউদ্দিনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন

৮ ঘন্টা আগে
অনুশীলনে সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

কদিন আগে চন্ডিকা হাথুরুসিংহকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে নিয়োগ দেয়ার সময় নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, দুজন সহকারী কোচ খুঁজছে দেশটির ক্রিকেট বোর্ড। যারা কিনা হাথুরুসিংহের সঙ্গে কাজ করবেন।


গুঞ্জন আছে, হাথুরুসিংহের সহকারী হিসেবে দেশি কোচকে বেছে নেবে পাপনের বোর্ড। আর সেক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত নাম মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করছেন এমন কোচদের মাঝে অভিজ্ঞতায় ও সাফল্যে বেশ এগিয়ে তিনি।


তবে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে কাজ করতে আগ্রহ নেই সালাহউদ্দিনের। বিশেষ করে হাথুরুসিংহের সহকারী হিসেবে। কারণ এই লঙ্কান কোচ সম্পর্কে খুব বেশি কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি। আর এক সঙ্গে কাজ করতে হলে প্রধান কোচের সঙ্গে ভালো বুঝা-পড়া থাকা উচিত বলে মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই প্রধান কোচ।


promotional_ad

বিসিবি যদি সালাহউদ্দিনকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিতে চায় তাহলে তিনি কাজ করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি আসলে ডেভলপমেন্টের ছেলেদেরও চিনি না, এইচপির ছেলেদেরকেও চিনি না। এমন একটা জায়গায় কাজ করতে হলে আমার সব জ্ঞান লাগবে। সেই কোর্সটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। হাথুরুসিংহের মানসিকতা কেমন সেটা আমি জানি না। সে কেমন কোচ সেটাও আমি জানি না। তো যার সঙ্গে আমি কাজ করবো তাকে আমার একটু জানা দরকার।'


গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে কাজ করছেন সালাউদ্দিন। সেখানে কুমিল্লা কিংবা গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রধান কোচের ভূমিকায়ই দেখা গেছে তাকে। এবার আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে সহকারী হিসেবে কাজ করাটা তার জন্য চ্যালেঞ্জের হবে বলে মনে করেন তিনি।


সালাহউদ্দিন বলেন, 'আমার এখন যে বয়স হয়েছে নিজে থেকে মানিয়ে নেয়ার মানসিকতাটা আমারও আছে কিনা জানি না। সবশেষ ৫-১০ বছর ধরে আমি নিজেই প্রধান কোচ হিসেবে কাজ করছি। এখন সহকারী কোচের ভূমিকাটা পারবো কিনা, সেই সক্ষমতা আছে কিনা সেটাও দেখতে হবে। কারণ সহকারী কোচের কাজ অনেক বেশি। এই কারণে আমার মনে হয় যে যারা বোর্ডে আছে তাদের দিলে তাদের থেকে সেরা ফলাফলটা পাবে।'


এদিকে শীঘ্রই সহকারী কোচ নিয়োগ দেয়ার ব্যাপারে বদ্ধপরিকর বিসিবি। হাথুরুসিংহের সহকারী হিসেবে কাজ করতে আগ্রহী বেশ কয়েকজনের সঙ্গে ইতোমধ্যেই আলোচনাও সেড়েছে বোর্ড। এরই মধ্যে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরীর কাজও শেষ। আগামী মাসের শেষের দিকে সেই প্রার্থীরা সাক্ষাৎকার নেবে বিসিবি।


এ প্রসঙ্গে ৩১ জানুয়ারী পাপন বলেছিলেন, 'আমরা একজন সহকারী কোচও নিয়োগ দেব,  এই তালিকায় ৫জন আছে। এর মাঝে উপমহাদেশের ৩জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball