promotional_ad

রিয়াদকে দিয়ে ইফতিখারের অভাব পূরণের আশায় বরিশাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন-মিরাজ

১ জুলাই ২৫
লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ

সাকিব আল হাসানের সঙ্গে ব্যাট হাতে সমানে সমানে লড়েছেন ইফতিখার আহমেদ। চার-ছক্কার বৃষ্টিতে প্রতিপক্ষতে চেপে ধরে ফরচুন বরিশালকে জিতিয়েছেনও পাকিস্তানের এই ব্যাটার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে ইফতিখারকে আর পাচ্ছে না বরিশাল। ডানহাতি এই ব্যাটারকে না পাওয়ায় ভুগতে হতে পারে তাদেরকে। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়ে ইফতিখারের আশায় বরিশাল।


টি-টেনে বাংলা টাইগার্সের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন ইফতিখার। এমন পারফরম্যান্সের পর ততক্ষণাৎ ডানহাতি এই ব্যাটারের সঙ্গে চুক্তি করেছিল বরিশাল। দলটির আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ব্যাট হাতে ৬৯.৪০ গড়ে ৩৪৭ রান করেছেন ইফতিখার। তিন হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরি পাওয়া এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৬১.৩৯।


promotional_ad

এমন ছন্দে থাকা ইফতিখার চলে যাওয়া বরিশালকে খানিকটা পিছিয়ে দেবে বলে মনে করেন ফজলে মাহমুদ রাব্বি। এদিকে ঘরোয়া ক্রিকেটে কিংবা জাতীয় দলে লোয়ার অর্ডার ব্যাটিং করার অভিজ্ঞতা থাকায় তাকে দিয়ে পুষিয়ে নেয়ার আশা করছে বরিশাল। যদিও ছয়ে ব্যাটিং করে এবারের মৌসুমে সাফল্য পাননি মাহমুদউল্লাহ। বেশিরভাগ ম্যাচেই দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তবুও তাকে দিয়েই ঘাটতে পোষাতে চায় বরিশাল।


আরো পড়ুন

শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান

২৫ এপ্রিল ২৫
যে কারণে শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান, পিসিবি

রাব্বি বলেন, ‘এখন পর্যন্ত সে আমাদের দলের মোস্ট ডিপেন্ডেবল ব্যাটসম্যান। সে গেলে আমরা একটু তো পিছিয়ে পড়বোই। আমাদের এখন যারা আছে তিনজন তো আফগানিস্তানের সঙ্গে চাতু আছে । তিনজন তো আছেই…সঙ্গে রিয়াদ ভাই যেহেতু সুযোগ পায়নি কতগুলো ম্যাচে, সে যেভাবে খেলে আশা করছি রিয়াদ ভাই এটা কাভার করে দেবে।’


একাদশে থাকলেও প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি রাব্বি। তবে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে খেলেছেন ২৯ বলে ৩৯ রানের ইনিংস। দলের প্রয়োজন অনুযায়ী পাওয়ার প্লে কাজে লাগিয়েছেন তিনি। প্রথম ৬ ওভারে একটি উইকেট হারালেও বরিশাল ৬২ রান তোলে।


নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট রাব্বি বলেন, ‘প্রথমত, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়েছিলাম কিন্তু ব্যাটিংয়ে সুযোগ হয়নি। দলের পরিকল্পনাই ছিল আজ লেফটি-রাইটি কম্বিনেশন করবে। ওপরের দিকে ব্যাটিং করা সেটা আগে থেকে বলছিল যে তুমি খেললে উপরের দিকে খেলবা। দল থেকে ওই ফ্রিডম দিয়েছে যে তুমি তোমার মতো করে খেলবা। চেষ্টা কর পাওয়ার প্লে’ ব্যবহার করার। করতে পেরেছি।’


বড় দলে খেলার ফলে নিজের উপর চাপ কম থাকে বলে জানান রাব্বি। তিনি বলেন, ‘অনেকটা। বড় দলে খেললে হয় কি নিজের ওপর চাপটা কম থাকে। উনারাই…দায়িত্ব নেওয়ার মানুষ অনেক থাকে। আমাদের যারাই খেলে তারা নিজের মতো করে খেলার চেষ্টা করে যে, তুমি তোমার মতো করে খেল। না হলে সমস্যা নেই। তুমি চেষ্টা করো সেটাই হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball