ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়লো ডোনাল্ডের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৩ বছরের জন্য সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি
৩০ জুন ২৫
অ্যালান ডোনাল্ডের সঙ্গে চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাসকিন আহমেদ-ইবাদত হোসেনদের সঙ্গে কাজ করবেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ফাস্ট বোলার।
গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাংলাদেশে দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সে সময় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। এরপর ঘরের মাঠে ভারত সিরিজেও ছিলেন এই দক্ষিণ আফ্রিকান।

এবার ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের চুক্তি বাড়ালো বিসিবি। বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার অপেক্ষায় আছেন তিনি। সব ঠিক থাকলে ২২ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে পা রাখবেন এই প্রোটিয়া।
বিসিবি নতুন নিযুক্ত প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে আগামী ২৩ ফেব্রুয়ারি ইংল্যান্ড সিরিজের জন্য ক্যাম্প শুরু করার কথা। আর ২০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় আসবেন হাথুরুসিংহে।
আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়ে আবার শুরু হবে জাতীয় দলের মিশন। জস বাটলারদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং সমান টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে টাইগারদের। ১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।
ঢাকায় হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। শেষ ওয়ানডের ভেন্যু চট্টগ্রাম, আবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিও হবে চট্টগ্রামে। এরপর ঢাকায় ফিরে হবে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি।