নারী আইপিএলের নিলাম ১৩ ফেব্রুয়ারি!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে মুম্বাই জিতল দ্বিতীয় শিরোপা
১৬ মার্চ ২৫
কদিন আগেই নিশ্চিত হয়েছে নারী আইপিএলের পাঁচ দল। সবার জল্পনা-কল্পনা এখন কবে হবে মেয়েদের আইপিএলের মেগা নিলাম। যদিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মেয়েদের প্রথম এই ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম হওয়ার কথা ছিল।
বিভিন্ন কারণে তা পিছিয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে ১৩ ফেব্রুয়ারি হতে যাচ্ছে নারী আইপিএলের প্রথম নিলাম। ভেন্যু করা হতে পারে মুম্বাইয়ের কোথাও। এই ব্যাপারে অবশ্য এখনও বিস্তারিত জানায়নি বিসিসিআই। এই টুর্নামেন্টের প্রায় প্রতিটি দলই আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে অংশ নিয়েছে।

ফলে তাদের অংশগ্রহণ কিছুটা কঠিন হয়ে পড়েছে। মূলত এ কারণে নিলামের দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এ ছাড়াও নিলাম নিয়ে নিজেদের প্রস্তুতির জন্য বিসিসিআইয়ের কাছে কিছুটা সময় চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিসিসিআই তাদের সেই প্রস্তাব মেনে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘সংযুক্ত আমিরাতে চলা ইন্টারন্যাশনাল লিগ টি-২০ জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে মহিলাদের আইপিএলের নিলাম স্থগিত করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি নিলামের প্রস্তুতির জন্য যে সময় চেয়েছিল আমরা তা দিয়েছি।’
নারী আইপিএলের প্রথম আসরে অংশগ্রহণ করতে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও ক্যাপ্রি গ্লোবাল। প্রথম আসরকে সামনে রেখে নিজেদের বিস্তর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিসিআইও।
এরই মধ্যে চড়া মূল্যে বিক্রি হয়েছে নারী আইপিএলের টিভি স্বত্ব। ২০২৩ সাল থেকে ২০২৭ পর্যন্ত এই টুর্নামেন্টের টিভি স্বত্ব কিনতে ভায়াকম ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেডের খরচ করতে হয়েছে ৯৫১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১০ কোটি ২৬ লাখ টাকা।