পাকিস্তান দলে আর্থারের ‘প্রক্সি’ দেবেন ইয়াসির আরাফাত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
৮ জুলাই ২৫
পাকিস্তান ক্রিকেট দলের নতুন বোলিং হিসেবে নিযুক্ত হয়েছেন ইয়াসির আরাফাত। ৪০ বছর বয়সী সাবেক এই পেসার দলটির হেড কোচের ভূমিকাও পালন করবেন! তবে দলের 'টিম ডিরেক্টর' মিকি আর্থার দলের সঙ্গে না থাকলে, কেবল সেই সময়েই হেড কোচের ভূমিকা পালন করবেন ইয়াসির!
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনলাইন হেড কোচ নিয়ে এসেছে পাকিস্তান। নিজেদের পুরোনো কোচ মিকি আর্থারকে 'অনলাইন কোচ' হিসেবে আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে আর্থারের পদবি হচ্ছে 'টিম ডিরেক্টর'। তার সঙ্গে নাকি ইতোমধ্যেই সব কথাবার্তা চূড়ান্ত করেছে পিসিবি। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের দায়িত্বে আছেন আর্থার। এই চুক্তি থাকায় এখনই সশরীরে পাকিস্তানে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এ কারণে ইয়াসিরকে সঙ্গে নিয়ে অনলাইনে পাকিস্তান দলকে কোচিং করাবেন এই সাউথ আফ্রিকান। দলটির স্কোয়াড, একাদশ থেকে শুরু করে কৌশলগত সবদিকও দেখভাল করবেন অভিজ্ঞ এই কোচ। আর পুরো কাজে আর্থারকে সাহায্য করবেন দলের নব্য বোলিং কোচ ইয়াসির।
ঘরের মাঠে পাকিস্তান দলের কোনো সিরিজ বা বিদেশে কোনো সফরে আর্থার না থাকলে তখন তার সঙ্গে অনলাইন ব্রিফিং সেরে হেড কোচ হিসেবে নিজেদের পরিকল্পনা দলকে পৌঁছে দেবেন ইয়াসির।
আর কাউন্টি মৌসুম শেষ হলে পাকিস্তান চলে আসবেন আর্থার। সামনের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গেই থাকবেন আর্থার। তবে অন্যান্য সিরিজগুলোর নিশ্চয়তা পিসিবিকে এখনও দেননি তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ইংল্যান্ডে বসবাস শুরু করেন ইয়াসির। পাকিস্তানের হয়ে ১১টি ওয়ানডে, ১৩টি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট খেলা এই পেসার ইংল্যান্ডে লেভেল-৪ কোচিং কোর্স সম্পন্ন করে জুন???য়র পর্যায়ের ক্রিকেটে কোচিং করিয়েছেন।