promotional_ad

বিসিসিআই আর ক্রিকেটের নিয়ন্ত্রণ করে না: স্ট্রাউস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১ বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ

৫ জুলাই ২৫
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে তাওহীদ হৃদয়

এক সময় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) হাতে। যদিও এখন বিশ্ব জুড়ে ক্রিকেটের প্রসার হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দেখানো পথে হেঁটেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) মতো টুর্নামেন্ট।


এ বছর থেকে শুরু হয়েছে সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি ও আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির মতো টুর্নামেন্ট। মূলত এ কারণেই ক্রিকেট ভারত থেকে বিকেন্দ্রীকরণ হয়েছে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।


promotional_ad

এখন আর বিসিসিআই ক্রিকেট নিয়ন্ত্রণ করে না বলেও মন্তব্য করেছেন ইংল্যান্ডের অন্যতম সফল এই অধিনায়ক।  এমসিসির বাৎসরিক বক্তৃতায় (কাউড্রে লেকচার) এমন পর্যবেক্ষণের কথা জানান তিনি। আগে কিছু স্বার্থের ব্যাপার থাকলেও এখন তেমনটি নেই বলেই মনে করেন তিনি। 


স্ট্রাউস বলেন, ‘আগে কিছু নির্দিষ্ট স্বার্থের ব্যাপার ছিল। সেটা হতে পারে (লর্ডসের) এই কক্ষ, ইসিবির (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) বারান্দা কিংবা অন্য কোনো জাতীয় দলের ক্রিকেট বোর্ড। অথবা কোনো কাউন্টি মাঠের কথাও বলা যায়। যারা অন্যদের চেয়ে অগ্রাধিকার পেত। তবে ব্যাপারটি এখন আর নেই। এখন কেউই ক্রিকেট নিয়ন্ত্রণ করে না। এমনকি বিসিসিআইও নয়।’


আইসিসির আয়ের বেশিরভাগ অর্থের যোগানদাতা বিসিসিআই। সেই সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইসিসির অর্থনীতিতে। এরপরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থানে ক্রিকেটের গণতন্ত্রায়ণ ঘটেছে বলে বিশ্বাস স্ট্রাউসের।


তিনি বলেন, ‘ক্রিকেটে এখন প্রচুর মানুষ যুক্ত, প্রচুর পরিবর্তনশীল বিষয়, চারপাশে প্রচুর হাঁকডাক। এদিক থেকে দেখলে ক্রিকেটে গণতন্ত্রায়ণ ঘটেছে। সামনে ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ কিন্তু দুবাইয়ে আইসিসির হল রুমে হবে না, হবে যারা খেলাটির অনুসারী, তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির ওপর।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball