অবশেষে এসএ টোয়েন্টিতে দল পেলেন বাভুমা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শিরোপা জেতানো বাভুমা-রাবাদা-মার্করামদের ছাড়াই সাউথ আফ্রিকার টেস্ট দল
২০ জুন ২৫
ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন টেম্বা বাভুমা। তিন ম্যাচে ১৮০ রান করে সাউথ আফ্রিকা টোয়েন্টি (এসএ টোয়েন্টিতে) দল পেয়েছেন এই প্রোটিয়া অধিনায়ক।
টম অ্যাবেলের বিকল্প হিসেবে তাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তিনি সাউথ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহকও।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দলের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন বাভুমা। তিন ম্যাচেই বাভুমার স্ট্রাইক রেট ছিল একশোর উপরে।
প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
৮ জুলাই ২৫
সেই সঙ্গে সাউথ আফ্রিকার অন্যতম বড় মাঠ ব্লুম্ফন্টেইনে ২৩টি চারের সঙ্গে তিনটি ছক্কাও মেরেছেন বাভুমা। এমন পারফরম্যান্সেই সানরাইজার্সের ম্যানেজমেন্টের নজর কেড়েছেন তিনি।
এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এসএ টোয়েন্টির নিলাম। সেখানে প্রায় ৪৮ হাজার ডলার ছিল বাভুমার বেস প্রাইস। তাকে সেই মূল্যে কোনো দলই নিতে আগ্রহ দেখায়নি।
প্রাথমিক প্রতিক্রিয়ায় বাভুমা বলেছিলেন, ‘আমার মনোযোগ দলের ওপরই রয়েছে। অধিনায়ক হিসেবে আমার এখনও একটি ভূমিকা আছে, সেটা হলো দলকে নেতৃত্ব দেয়া এবং নিজের সেরাটা দেয়া।'
এবার বলাই যাচ্ছে বাভুমা নিজের কথা রেখেছেন। দলকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন তিনি।