পিএসএল বাদ দিয়ে বাংলাদেশ সফরে আসছেন মঈন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
৮ জুলাই ২৫
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন না মঈন আলী। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড দলের সামনে ব্যস্ত সূচি। কদিন পরেই তারা বাংলাদেশ সফরে আসছে। এই সফরের সময়েই পিএসএলের আসর চলবে।
ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশে আসবেন তিনি ইংল্যান্ড দলের সঙ্গে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে এই অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি ট-টোয়েন্টিতে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরও ব্যস্ত সূচি ছিল ইংল্যান্ডের। তিন ফরম্যাট মিলিয়ে তিনি খেলেছিলেন ৩৬টি ম্যাচ। এর মধ্যে ছিল অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও।
আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
১২ ঘন্টা আগে
মঈন বাংলাদেশ সফরে এলেও পিএসএলকেই বেছে নিয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। পিএসএলের এবারের আসরে তিনি খেলবেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে।
ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসা হচ্ছে না জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনের। এই সপ্তাহেই আসন্ন বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষোণার কথা রয়েছে ইংল্যান্ডের।
১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে এসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের।
২৪ ও ২৬ ফেব্রুয়ারি রাখা হয়েছিল দুটি প্রস্তুতি ম্যাচের সূচি। কিন্তু ইংল্যান্ড সম্প্রতি জানিয়েছে তারা অফিশিয়াল ম্যাচের বাইরে কোনো ম্যাচ খেলতে আগ্রহী নয়।