‘আর্থারকে ফিরিয়ে আনাটা ক্রিকেট–ব্যবস্থার ওপর চপেটাঘাত’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
৮ জুলাই ২৫
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনলাইন কোচ আনতে যাচ্ছে পাকিস্তান। নিজেদের পুরোনো কোচ মিকি আর্থারকে 'অনলাইন কোচ' হিসেবে আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন সংবাদ পাকিস্তানের গণমাধ্যমগুলোতে প্রকাশ হওয়ার পরই ক্ষেপেছেন মিসবাহ উল হক। দেশটির সাবেক এই অধিনায়ক ও কোচ বিষয়টিকে দেখছেন পিসিবির ওপর 'চপেটাঘাত' হিসেবে!
আর্থারের সঙ্গে নাকি ইতোমধ্যেই সব কথাবার্তা চূড়ান্ত করেছে পিসিবি। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের দায়িত্বে আছেন আর্থার। এই চুক্তি থাকায় সশরীরে পাকিস্তানের কোচ হওয়া সবসময় তার পক্ষে সম্ভব নয়।

আর তাই দলকে অনলাইনে কোচিং করাবেন এই সাউথ আফ্রিকান। দলটির স্কোয়াড, একাদশ থেকে শুরু করে কৌশলগত সবদিকও দেখভাল করবেন অভিজ্ঞ এই কোচ। আর পুরো কাজে আর্থারকে সাহায্য করার জন্য একজন সহকারি কোচ খুঁজছে পিসিবি। এই ব্যাপারটি একেবারেই পছন্দ হয়নি মিসবাহর।
জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে সাবেক অধিনায়ক মিসবাহ বলেন, ‘একজন উঁচুমানের পূর্ণকালীন কোচ আমরা খুঁজে পাচ্ছি না—এটা আমাদের ক্রিকেট–ব্যবস্থার ওপর চপেটাঘাত। সেরাদের কেউ আমাদের দলের দায়িত্ব নিতে না চাওয়াটাও লজ্জাকর ব্যাপার। আমরা এমন একজনকে পাওয়ার জন্য জোরাজুরি করছি, যিনি পাকিস্তানকে দ্বিতীয় বিকল্প হিসেবে দেখছেন।’
‘আমাদের নিজস্ব ক্রিকেট–ব্যবস্থাকে দায়ী করব আমি। আমাদের ক্রিকেট–ব্যবস্থায় প্রচুর ফাঁকফোকর আছে, যে কেউ এখানে সুযোগ নিতে পারেন। আমরা নিজেদের লোকদের অসম্মান করি, বদনাম করি। বর্তমান ও সাবেক ক্রিকেটাররা একে অপরকে সম্মান করে না। মিডিয়া ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাবেক ক্রিকেটাররা নিজেদের ক্রিকেটের অবমূল্যায়ন করেন, স্থূলভাবে আঘাত করেন, যার ফলে এমন একটা ছাপ পড়ে যে আমাদের (দেশি কোচ) সামর্থ্য নেই।’
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হেড কোচ ছিলেন আর্থার। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় আর্থারের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি পিসিবি।
তারপরই হেড কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পান মিসবাহ। দলকে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। যদিও ২০২১ সালে রমিজ রাজা পিসিবি প্রধান হলে পদত্যাগ করতে হয় তাকে।