promotional_ad

ধোনি চলে গেছে, দায়িত্ব এখন আমার: হার্দিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হার্দিকের ২৪ লাখ রুপি জরিমানা, শাস্তি পেলেন নেহরাও

৭ মে ২৫
হার্দিক পান্ডিয়া ও আশিষ নেহরা, আইপিএল

ক্যারিয়ারের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতেন হার্দিক পান্ডিয়া। মাঠের চারপাশে শট খেলে রান তোলাই ছিল তার নেশা। কিন্তু বর্তমানে আর সেই হার্দিককে দেখা যায় না। দ্রুত রান তোলার চাইতে জুটি গড়তেই দেখা যাচ্ছে তাকে। হার্দিকের ক্যারিয়ারের এই গ্রাফের মিল খুঁজে পাওয়া যায় মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের সঙ্গে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর হার্দিক জানিয়েই দিলেন, বর্তমান ভারত দলে ধোনির মতো ভূমিকা পালন করতে চান তিনি।


ধোনির ক্যারিয়ারটাও এমনই ছিল। শুরুর দিকে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে ফিনিশিং এনে দিতেন তিনি। আর ক্যারিয়ারের শেষ লগ্নে উইকেটে রয়েসয়ে জুটি গড়তে দেখা যেত তাকে। এই ব্যাটসম্যানশিপ নিয়ে ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন ধোনি।


promotional_ad

বর্তমানে হার্দিকও খেলছেন ঠিক একই কায়দায়। বিশেষ করে শেষবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে হার্দিককে দেখা যাচ্ছে মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক হিসেবে। ঠান্ডা মাথায় নেতৃত্ব দিয়ে সেই আসরে দলকে শিরোপাও জিতিয়েছেন তিনি। নেতৃত্বের এই দিকটাও মিলছে কিংবদন্তি ধোনির সঙ্গে!


আরো পড়ুন

‘কাউকে সুযোগ দেয়া যাবে না যাতে আপনাকে দল থেকে বের করে দেয়’

১৩ ঘন্টা আগে
সরফরাজ খান (বামে) ও সুনীল গাভাস্কার (ডানে)

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ জয়ের পর ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক বলেন, 'মাহি (ধোনি) যে ভূমিকা পালন করতে, সামনের পথচলায় সেটি পালন করতে কোনো আপত্তি নেই আমার। আগে বয়স কম ছিল, মাঠের চারপাশে শট খেলতে চাইতাম। তবে তিনি (ধোনি) চলে যাওয়ার পর দায়িত্বটি এখন আমার। আমার কোনো আপত্তি নেই। আমরা তো ফল পাচ্ছি! দলের জন্য একটু ধীরে খেলায় কোনো সমস্যা নেই।'


'ছক্কার পর ছক্কা মারতে আমার সবসময়ই ভালো লাগে। তবে জীবনটাই এরকম যে বদলের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমি এখন মনোযোগ দেই জুটি গড়ায় এবং উইকেটে আমার সঙ্গীকে ও দলকে নির্ভরতা জোগাতে চাই যে, আমি টিকে আছি। অভিজ্ঞতা হয়েছে, এখন শিখেছি যে কীভাবে চাপ আলিঙ্গন করতে ও সইতে হয় এবং সবকিছু শান্ত রাখতে হয়। এজন্য হয়তো আমার স্ট্রাইক রেট কিছুটা কমাতে হয়েছে বা হবে।'


রোহিত শর্মা বিশ্রামে থাকলে প্রায়ই ভারতের নেতৃত্বভার পান হার্দিক। আইপিএলে শিরোপা জয়ের পর তার ওপর ভরসা রাখতে শুরু করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। নেতৃত্ব উপভোগ করছেন হার্দিক। তবে পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নতুন সব মাত্রা যোগ করতে চান তিনি।


এই অলরাউন্ডার বলেন, 'নতুন কোনো ভূমিকায় নিজেকে দেখতে আমি সবসময়ই আগ্রহী। এমনতি বল হাতে নতুন বলে আক্রমণে আসতেও চাই আমি, কারণ কঠিন কাজটায় অন্য কাউকে ঠেলে দিতে চাই না। সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। নতুন বলের স্কিল নিয়ে কাজ করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball