ছিটকে গেলেন আইয়ার, অভিষেকের অপেক্ষায় সূর্যকুমার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরে আইয়ারকে না দেখে হতাশ সৌরভ
১১ জুন ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শ্রেয়াস আইয়ারকে পাচ্ছে না ভারত। পিঠের ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় এই টেস্টে খেলতে পারছেন না এই মিডল অর্ডার ব্যাটার। তবে দ্বিতীয় টেস্ট তার খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এর আগে চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ থেকে সরে দাঁড়ান আইয়ার। এরপর পুনর্বাসনের জন্য তাকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়।

জানা গেছে, ইনজেকশন দেয়া হলেও পিঠে ব্যথা পুরোপুরি কমেনি। এজন্য অন্তত আরো দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে এনসিএ।
আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
১২ ঘন্টা আগে
২ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে টেস্ট দলের ক্যাম্প। আপাতত দলের সঙ্গে সেখানে যোগ দিচ্ছেন না আইয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের জন্য বিসিসিআই নির্বাচক কমিটি ১৬ জনের দল ঘোষণা করেছিল।
আইয়ার প্রথম ম্যাচে না থাকায় তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আইয়ার ছিটকে যাওয়ায় কপাল খুলতে পারে সূর্যকুমার যাদবের। অজিদের বিপক্ষেই টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা য়াছে তার।
এদিকে ফিটনেসে সবুজ সংকেত পাওয়ায় নাগপুরের ক্যাম্পে যোগ দিচ্ছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত সপ্তাহে তামিলনাড়ুর বিপক্ষে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে সাত উইকেট নিয়ে নির্বাচকদের মন জয় করেছেন তিনি।