promotional_ad

বাংলাদেশে না এসে পিএসএলে খেলবেন হেলস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইএল টি-টোয়েন্টি লিগে দল পেলেন হেলস, লিভিংস্টোনরা

৭ জুলাই ২৫
ফাইল ছবি

বাংলাদেশ সফরে আসছেন না অ্যালেক্স হেলস। কারণ জাতীয় দলের সঙ্গে বাংলাদেশে আসার বদলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলাকে বেছে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। 


ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দা টেলিগ্রাফ’-এর সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সফরে খেলবেন না হেলস। এই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লোভনীয় পারিশ্রম???কের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন হেলস। 


একই দিন পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেড বিবৃতি দিয়ে জানায়, এবারের আসরে পুরো সময়ের জন্যই হেলসকে পাচ্ছে তারা। পঞ্চমবারের মতো দলটির হয়ে খেলতে নামার আগে রোমাঞ্চের কথা জানিয়েছেন এই ইংলিশ ব্যাটার।


promotional_ad

তিনি বলেন, 'এই বছরও আমি পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি এই দল এবং এখানে যে স্বাধীনভাবে খেলার সুযোগ পাওয়া যায়, তা ভালোবাসি। এবার রাওয়ালপিন্ডিতে খেলার জন্য রোমাঞ্চিত আমি। এই ভেন্যুতে আমি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, এটি সেরা ব্যাটিং পিচগুলির একটি। ইসলামাবাদের ঘরের মাঠের দর্শকদের সামনেও খেলতে চাই। শুনেছি তারা দুর্দান্ত।'


আরো পড়ুন

আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা

১২ ঘন্টা আগে
জফরা আর্চারের সঙ্গে সতীর্থরা

পিএসএলে এবার প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরি থেকে হেলসকে দলে নিয়েছে ইসলামাবাদ। পারিশ্রমিক হিসেবে ১ লাখ ৪৫ হাজার পাউন্ড পাবেন তিনি। বাংলাদেশে এলে বেশ কিছু ম্যাচ খেলা হবে না তার, কাটা যাবে পারিশ্রমিকের বড় একটা অঙ্ক।


এদিকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাদের সফর শেষ হবে ১৪ মার্চ।


অস্ট্রেলিয়ায় গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা হেলস বাংলাদেশ সফরের বিবেচনায়ও ছিলেন। কিন্তু বাংলাদেশে এলে পিএসএলের প্রায় অর্ধেকের বেশি খেলতে পারবেন না তিনি। পিএসএলের এবারের আসর চলবে ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত।


ইসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফি যথাক্রমে ৫ হাজার ও আড়াই হাজার পাউন্ড। বাংলাদেশ সফরের সব ম্যাচ খেললে সাড়ে ২২ হাজার পাউন্ড পাবেন হেলস। যা পিএসএলের পারিশ্রমিকের তুলনায় নগণ্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball