promotional_ad

সন্দেহ থাকলেও বিপিএলের স্পিড গান নিয়ে ইতিবাচক রুবেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৬ জুলাই ২৫
আইপিএল

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিভি প্রোডাকশনে ব্যবহার করা হচ্ছে স্পিড গান বা শট পাওয়ারের মতো কিছু প্রযুক্তি। যদিও এগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকছে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ দর্শকদের। এবার স্পিড গানের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করলেন রুবেল হোসেন।


স্পিড গানে প্রায়ই দেখা যাচ্ছে পেসাররা ঘণ্টায় ১৪৫-৪৬ কিমি গতিবেগে বল ছুঁড়ছেন। ব্যাটারদের ক্ষেত্রে শট পাওয়ারও দেখা যাচ্ছে ওয়াটের হিসেবে। যদিও বাস্তবতার সঙ্গে এগুলোর মিল খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক সময়ই।


গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামেন রুবেল। দলকে প্লে-অফে তুলতে ৩৭ রান খরচায় চার উইকেট নেন এই পেসার। দল জিতিয়ে সংবাদ সম্মেলনে এসে স্পিড গানের প্রসঙ্গ উঠতেই সংশয় প্রকাশ করেন তিনি, 'আমি জানি না আসলে এই মিটারটা পুরোপুরি ঠিক আছে কি না...'।


promotional_ad

তবে পরক্ষণেই এর ইতিবাচক দিক তুলে ধরেন তিনি, 'একটা নতুন পেস বোলার যখন দেখে, তার বলের স্পিড ১৪৫ কিলোমিটার, তার ভেতরে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে…. কীভাবে আরও স্পিড বাড়ানো যায়। নিজের ভেতর আত্মবিশ্বাস...আমার কাছে মনে হয় খুবই ভালো লাগা কাজ করে।'


২০২১ সালের এপ্রিলের পর জাতীয় দলে খেলা হচ্ছে না রুবেলের। বিপিএলেও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ হয় না তার। দলে মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির, রেজাউল রাজার মতো পেসাররা থাকায় এই আসরে সেভাবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না রুবেল।


গতকালের ম্যাচের আগে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। তবে ৩৩ বছর বয়সী এই পেসার দল জিতিয়েছেন গতকালের ম্যাচেই। দ্বিতীয় বোলার (সাকিব আল হাসানের পর) ও প্রথম পেসার হিসেবে বিপিএলে একশ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি।


অনুভূতি জানাতে গিয়ে বলেন, 'আমি জানতাম আমার তিনটা উইকেট লাগে। উইকেট পাচ্ছিলাম। যখন শেষ উইকেট (একশতম) উইকেট পেলাম, তখন আসলেই খুব ভালো লেগেছে। সম্ভবত আমি দ্বিতীয় বোলার হিসেবে এমন কিছু করেছি। খুবই ভালো লাগছে।'


'এক নম্বরে তো সাকিব ভাই আছে, আমি জানি। সাকিব ভাইয়েরই থাকার কথা। প্রতি বিপিএলেই উনি এত এত উইকেট নেন। তার পাশে যে কোনো অর্জনেই থাকতে পারা দারুণ ব্যাপার। তবে আমার একটু সময় লেগে গেল। গত দুই বিপিএলে আসলে সেভাবে ম্যাচ খেলারই সুযোগ পাইনি। নাহলে হয়তো আগেই হয়ে যেত এটা। তার পরও, কত কত পেসার খেলেছেন, প্রথম পেসার হিসেবে এটা করতে পেরে ভালো লাগছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball