promotional_ad

বাভুমার সেঞ্চুরিতে প্রোটিয়াদের সিরিজ জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

৮ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

ব্লুমফন্টেইনে টেম্বা বাভুমার অনবদ্য সেঞ্চুরি ও ব্যাটারদের দায়িত্বশীল কয়েকটি ইনিংসে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩৪২ রান তোলে ইংল্যান্ড। হ্যারি ব্রুক, জস বাটলার এবং মঈন আলীর ঝড়ো হাফ সেঞ্চুরিতে এই লক্ষ্য পায় ইংলিশরা।


দলের হয়ে ৮১ বলে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেন বাটলার। তার ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কার মার। শেষ পর্যন্ত উইকেটে থাকলেও কাঙ্খিত সেঞ্চুরি পাওয়া হয়নি ইংলিশ অধিনায়কের।


promotional_ad

ব্রুক করেন ৭৫ বলে ৮০ রান। ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার। ছয়টি চার ও একটি ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন মঈন। শেষদিকে ১৭ বলে ২৮ রানের ক্যামিও খেলেন কারান।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

এ ছাড়া সাউথ আফ্রিকার বোলাররা অতিরিক্ত দিয়েছে ৩৪ রান। দলটির বোলারদের মধ্যে নরকিয়া ৬৪ রান খরচায় দুটি উইকেট নেন।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে প্রোটিয়া ওপেনাররা। উদ্বোধনী জুটিতে দলটি তোলে ৭৭ রান। ২৮ বলে ৩১ রান করে ফিরে যান কুইন্টন ডি কক।


তারপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান র‍্যাসি ভ্যান ডার ডাসেনকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন বাভুমা। সেঞ্চুরি করে ফিরে যান বাভুমা। ১০২ বলে ১০৯ রান করে কারানের বলে বোল্ড হন তিনি। তারপর চটজলদি ফিরে যান ৩৮ রান করা ডাসেনও।


তারপর মিডল অর্ডারের দাপটে ম্যাচ বের করে নেয় প্রোটিয়ারা। এইডেন মার্করাম ৪৩ বলে ৪৯, হেনরিখ ক্ল???সেন ১৯ বলে ২৭, ডেভিড মিলার ৩৭ বলে অপরাজিত ৫৮ এবং মার্কো জানসেন ২৯ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।


শেষ ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন অলি স্টোন এবং আদিল রশিদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball