ফাইনালে আগে ব্যাট করবেন নাজমুলরা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
৪ দিনের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। বৈরি আবাহাওয়া এবং বৃষ্টির কারণে ২৩ অক্টোবরের ফাইনাল পিছিয়ে দেয়া হয়েছিল দুদিন। রবিবার ফাইনালে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ।
ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে গ্রুপ পর্বে দুই বারের দেখাতে নাজমুল একাদশের কাছে হেরেছিল দলটি।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে ৩টি পরিবর্তন এনেছে মাহমুদউল্লাহ একাদশ। বাদ পরেছেন নাঈম শেখ, রাকিবুল হাসান এবং আবু হায়দার রনি। একাদশে ফিরেছেন সুমন খান, আমিনুল ইসলাম এবং মুমিনুল হক।
নাজমুল একাদশেও এসেছে ২টি পরিবর্তন। ফিরেছেন সাইফ হাসান এবং নাঈম হাসান। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন আবু জায়েদ রাহি। বাদ পরেছেন পারভেজ ঈমন এবং রিশাদ হোসেন।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন, এবাদত হোসেন , মাহমুদুল হাসান
নাজমুল একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, নাসুম আহমেদ, নাঈম হাসান