promotional_ad

সাইফউদ্দিনের ৫ উইকেট, তামিমদের লক্ষ্য ১৬৪

ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রেসিডেন্টস কাপে বাঁচা-মরার ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নেমেছে তামিম একাদশ। ত্রিদলীয় এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে আজকের ম্যাচে জিততেই হবে তামিমদের। তবে এর আগের তিন ম্যাচে আগে ব্যাট করা দলটিকে এবার ব্যাট করতে হবে ফ্লাড-লাইটের আলোতে। 


কারণ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নাজমুল একাদশ। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাড় করাতে পারেনি নাজমুলবাহিনী। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছিল ৪১ ওভারে। এর আগেই ৩৯.৩ ওভারে তারা অল আউট হয়েছে ১৬৫ রানে। বৃষ্টি আঈনে ৪১ ওভারে ১৬৪ রান করতে হবে এখন তামিমদের।


সর্বোচ্চ ৫১ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এছাড়া আফিফ হোসেন করেন ৪০ রান। তামিম একাদশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া মুস্তাফিজের শিকার ৩উইকেট। 


টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বিপদে পড়েছিল নাজমুল একাদশ। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন নাজমুল একাদশের ৩ ব্যাটসম্যান। ইনিংসের তৃতীয় ওভারে সাইফউদ্দিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য সরকার। 


৮ বলে ৭ রান করা এই ওপেনার আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরার দুই ওভার পরই মেহেদি হাসানকে ডিপ স্কোয়ার লেগে উড়িয়ে মারতে গিয়ে ১০ রানে ফিরেছেন পারভেজ হোসেনও। ১৯ রানে ২ উইকেট হারানোর পর দলকে বিপদমুক্ত করতে পারেননি অধিনায়ক শান্তও। 



promotional_ad

মুস্তাফিজের প্রথম ওভারেই মিড অন অঞ্চলে ক্যাচ এনামুল হকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন তিনি।  শুরুতেই ৩ উইকেট হারানো নাজমুল একাদশকে এরপর টেনে তোলেন মুশফিক এবং আফিফ। এর আগের ম্যাচেও এই দুজনের ব্যাটে ভর করেই বিপদ এড়িয়েছিলেন তারা।


চতুর্থ উইকেটে এই জুটি যোগ করে ৯০ রান। হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিল তবে ৫১ রানে সাইফউদ্দনের বলে ফিরে যান তিনি। খানিক পর ৪০ রানে আফিফকে বিদায় করেন মেহেদি। এরপর ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মাঝেই ছিলেন।


শেষের দিকে মুস্তাফিজ এবং সাইফউদ্দনের দুর্দান্ত বোলিংয়ের সামনে অনেকটাই দিশেহারা হয়ে পরেন নাজমুল একাদশের ব্যাটসম্যানরা। শেষ ব্যাটসম্যান হিসেবে নাঈমকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট তুলে নেন সাইফ। ১১৫ থেকে ১৬৫ রানের মাথায় ৭ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে নাজমুল একাদশ।


নাজমুল একাদশ: 


সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন


তামিম একাদশ:



তামিম ইকবাল (অধিনায়ক), শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আকবর আলী। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


নাজমুল একাদশ ১৬৫/১০ (৩৯.৩ ওভার) (ঈমন ১০, সৌম্য, ৭, শান্ত ৫, মুশফিক ৫১, আফিফ ৪০, তৌহিদ ১৩, ইরফান ১১, নাসুম ১২* , রিশাদ ১, তাসকিন ১, আল আমিন ১; সাইফউদ্দিন ৮.৩-১-২৬-৫, মেহেদী ৮-০-৩৪-২, খালেদ ৮-০-৩৩-০, মুস্তাফিজ ৮-১-৩৬-৩, শরিফুল ৭-০-৩৬-০।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball