আবারও আলোচনায় দীপক আগারওয়াল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাবে সমগ্র ভারত জুড়ে চলছে কড়া লকডাউন। প্রতিটি রাজ্যে জারি করা হয়েছে কোভিড-১৯ নীতিমালা। যা ভঙ্গ করলে কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। চলমান লকডাউনে নিষেধাজ্ঞা জারি রয়েছে সকল প্রকার লোকসমাগমের।
করোনা নীতি ভঙ্গ করে ক্রিকেট ম্যাচ আয়োজনের কারণে ভারতের উত্তর প্রদেশের শহর নয়ডায় একান্ন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৪ জুলাই) নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার রাজেশ কুমার সিং বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ জুলাই) ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। পুলিশ সে সময় এই ৫১ জনকে গ্রেফতার করে। পুলিশের বরাত অনুযায়ী, ভারতের শীর্ষস্থানীয় জুয়াড়ি দীপক আগারওয়াল এবং নাগিক খুরানা ছিলেন ম্যাচটির আয়োজক।
রাজেশ কুমার জানান, 'অনুমতি ছাড়াই নলেজ পার্ক থানা এলাকায় এই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত করা হয়েছিল। এর প্রধান আয়োজক ছিলেন দীপক আগারওয়াল এবং নাগিক খুরানা। কোভিড -১৯-এর কারণে এটি সুপরিচিত যে প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মুখোশ পরা বাধ্যতামূলক করা হয়েছে।'
আটককৃতদের ভারতীয় দণ্ডবিধি ধারা ১৮৮ (সরকারী কর্মচারীর দ্বারা যথাযথভাবে আদেশ অমান্য), ২৬৯ (বেআইনীভাবে বা অবহেলাভাবে কোনও রোগের সংক্রমণকে জীবনের পক্ষে বিপজ্জনকভাবে ছড়িয়ে দেওয়া) এবং ২৭০ (জঘন্য কাজটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।