ড্রেসিং রুম বন্ধ রাখার ভাবনায় বিসিবি!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাবে দেশের ক্রিকেটাঙ্গন জুড়ে বিরাজ করছে স্থবিরতা। তবে এই স্থবিরতা কাটিয়ে মাঠে ক্রিকেট ফেরার একটি ইঙ্গিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই দিয়েছে। করোনা পরবর্তীকালের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের স্টেডিয়ামগুলো।
স্বভাবতই ক্রিকেটারদের মাঠে ফেরাটা হবে অনুশীলনের মধ্য দিয়ে। আর এই অনুশীলনের সময় ক্রিকেটারদের বাড়তি সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বিসিবি। সেই সঙ্গে দেয়া হয়েছে ড্রেসিংরুম ব্যবহার না করার পরামর্শ।

সম্প্রতি ক্রিকেটারদের এমনটাই পরামর্শ দেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধূরী। ক্রিকেটারদের টয়লেটসহ প্রয়োজনীয় কাজগুলো বাসা থেকেই সেরে আসার পরামর্শ দেন তিনি।
দেবাশীষ চৌধূরী বলেন, 'আমরা যখন অনুশীলন শুরু করব চাইব যেন ড্রেসিংরুম ব্যবহার করা না হয়। কেননা ড্রেসিংরুম জীবাণু ছড়ানোর একটা উৎকৃষ্ট জায়গা। চেষ্টা করব ড্রেসিং রুম বন্ধ রাখতে। বাসা থেকে প্রস্তুত হয়ে অনুশীলন সেরে ক্রিকেটাররা সরাসরি বাসায় চলে যাবে।'
'শুধু ড্রেসিং রুম না নির্দেশনা দেওয়া হবে কোনো কিছুই যেন ব্যবহার করতে না হয়। না পারলে টয়লেট ও না। তবে জরুরী প্রয়োজনের জন্য আমরা টয়লেট প্রস্তুত রাখব। এগুলো যতকম ব্যবহার করবে তত নিরাপদ থাকবে।'
খেলা ফেরার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেয়া গাইডলাইন মেনে ক্রিকেটারদের অনুশীলনের সময় দিকনির্দেশনা দেবে বিসিবির মেডিকেল বিভাগই। যাকে সামনে রেখে ইতোমধ্যেই পরিকল্পনা করছেন তাঁরা।
সূত্রঃ সারাবাংলা