আইপিএলের বাজার এখনও প্রস্তুত নয়!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরটি বাতিলের জন্য সব রকমের চেষ্টাই করে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা সেই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করতে চায়।
যদিও আইপিএলের বাজার প্রস্তুত নয় বলে দাবি করেছেন ওয়াল্ট ডিজনি ও এপিএসি'র প্রেসিডেন্ট এবং স্টার ও ইন্ডিয়া ডিজনির চেয়ারম্যান উদয় সংকর। তাঁর মতে করোনা পরিস্থিতির কারণে এই সময় আইপিএল আয়োজন করা সুবিধাজনক হবে না।

আইপিএলের প্রতিটি আসরেই বিশ্বের নামিদামি সব বহুজাতিক প্রতিষ্ঠান মোটা অঙ্কের অর্থ লগ্নি করে। করোনা পরিস্থিতির কারণে ভারতের বাজার এখনও আগের পর্যায়ে ফেরেনি। তাই এখন আইপিএলকে সমর্থন করার মতো সময় হয়নি বলে মনে করেন উদয়।
ইকোনোমিক টাইমসকে তিনি বলেন, 'পুরো অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আগের মতো করে আইপিএলকে সমর্থন দেওয়ার জন্য বাজার প্রস্তুত কিনা আমি ঠিক জানি না।'
সংকট কাটিয়ে ওঠার জন্য বিজ্ঞাপন থেকে পাওয়া আয় সব স্টেকহোল্ডারদের মধ্যে বণ্টন করে নেওয়া যায় কিনা ভেবে দেখার জন্য বিসিসিআইয়ের পরামর্শ দিয়েছেন তিনি। এ ছাড়া দ্রুতই আইপিএল কোথায় হবে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।