অর্থের লোভে টেস্ট ছাড়িনি: ওয়াহাব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিয়ার যখন মধ্য গগনে তখনই টেস্ট ক্রিকেট থেকে দূরে চলে গেছেন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ। তরুণ পেসারদের পরামর্শদাতা হিসেবেও অনেক কিছু দেয়ার ছিল তাদের। এসব কিছু না ভেবেই সাদা পোষাক তুলে রাখার সিদ্ধান্ত নেন এই দুই ক্রিকেটার।
গত বছরের জুলাইয়ে টেস্ট থেকে অবসর নেন আমির। আর সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে 'অনির্দিষ্টকালের জন্য' বিরতি নিয়েছেন ওয়াহাব। দুই পেসারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

অনেকেই মনে করেনফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলে অর্থ কামাতেই টেস্ট ছেড়েছেন আমির-ওয়াহাব। তবে এই বিষয়টিকে অসত্য বলে দাবি ওয়াহাবের। সম্প্রতি পাকিস্তানের দৈনিক নিউ নেশন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াহাব এই বিষয়ে কথা বলেছেন।
তিনি বলেন, 'একটা বাজে কথা ছড়ানো হয়েছে যে, আমরা টেস্ট ক্রিকেট থেকে সরে এসেছি বিভিন্ন লিগ খেলে অর্থ উপার্জনের জন্য। আমরা অর্থের জন্য এমনটা করিনি। আমরা সব সময় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে চেয়েছি এবং আমাদের সিদ্ধান্তকে সম্মান করা উচিত।'
এর প্রেক্ষিতে যুক্তি দিয়ে ওয়াহাব বলেন, 'দেখুন ২০১৭ সালের পর থেকে আমি পাকিস্তানের লাল বলের ক্রিকেট দলের নিয়মিত ক্রিকেটার নই। আমি হঠাৎ হঠাৎ টেস্ট খেলার সুযোগ পেতাম। সর্বশেষ ২০১৮ সালে খেলেছি। লাল বলের ক্রিকেট থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র সাদা বল নিয়ে চিন্তা করছি। এ জন্যই বিরতি চেয়েছি। এটা অন্যান্য তরুণের জন্য বড় সুযোগ। তাদের তৈরি করে কেন্দ্রীয় চুক্তিতে নিয়ে আসার।'
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও এখনও পাকিস্তানের জার্সি গায়ে ফেরার স্বপ্ন দেখেন এই পাকিস্তানি পেসার। তিনি বলেন, 'পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার জন্য কেন্দ্রীয় চুক্তির প্রয়োজন নেই। আমি সব সময় দেশের হয়ে খেলতে চেয়েছি। এর থেকে বড় সম্মানের কিছু নেই। সামনে যখনই সুযোগ আসবে তখনই আমি দেশের হয়ে খেলতে চাইবো।'